রোহিতের আফগান-শাসন

ওয়ানডে ক্যারিয়ারের ৩১তম সেঞ্চুরি হাঁকানোর পথে ভারত অধিনায়ক রোহিত শর্মা। ছবি: সংগৃহীত
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ১১ অক্টোবর ২০২৩ | ১৯:৩১ | আপডেট: ১১ অক্টোবর ২০২৩ | ১৯:৩১
চেন্নাইয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে রানের খাতা খোলার আগেই আউট হয়ে গিয়েছিলেন রোহিত শর্মা। তাতে অবশ্য কারও মন খারাপ হয়নি। কারণ, রোহিত শর্মা কী করতে পারেন সেটা সবারই জানা। গতকাল দিল্লিতে ঠিক সেটাই আরেকবার বুঝিয়ে দিলেন তিনি। ওপেনিংয়ে নেমে আফগান বোলারদের বলে কয়ে শাসন করেছেন। সেই সঙ্গে বিশ্বকাপে নিজের সপ্তম সেঞ্চুরিও পূর্ণ করেন রোহিত। ভাঙেন একাধিক রেকর্ডও।
অরুণ জেটলি স্টেডিয়ামে রানের বান বইবে সেটা অনেকটা অনুমেয় ছিল। আফগানিস্তান আগে ব্যাটিং করতে নেমে তারই এক ঝলক দেখায়। ৮ উইকেটে তারা করে ২৭২ রান। যেটা দেখে হয়তো আফগান সমর্থকদের মনটা ভরে গিয়েছিল। অনেকে আশায় বুক বেঁধেছিলেন এবার আর রক্ষা নেই ভারতের! কিন্তু জবাব দিতে নেমে এক রোহিতই তাদের আশায় গুড়ে বালি ঢেলে দেন। শুরুতে ফিফটি এর পর দ্রুততম সেঞ্চুরি হাঁকিয়ে কুড়ি ওভারের মধ্যেই ম্যাচটা নিজেদের হাতে নিয়ে নেন। এই পথে রোহিত ভেঙেছেন ক্রিস গেইলের ছক্কার রেকর্ড, শচীন টেন্ডুলকারের বিশ্বকাপে বেশি সেঞ্চুরির কীর্তিও। শুধু তাই নয়, এমন অনেক রেকর্ডই এখন রোহিতের কবজায়।
এক দিনের ক্রিকেটে ভারতীয়দের মধ্যে দ্রুততম শতরানের রেকর্ডটা এখনও বিরাট কোহলির দখলে। ২০১৩ সালে জয়পুরে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫২ বলে সেঞ্চুরি করেছিলেন তিনি। তার আগে ২০০৯ সালে নিউজিল্যান্ডের সঙ্গে শেবাগ শতরান পূর্ণ করতে ৬০ বল খরচ করেন। গতকাল দিল্লিতে রোহিত ৬৩ বলে করেছেন সেঞ্চুরি। যেটা ভারতীয়দের মধ্যে পঞ্চম দ্রুততম ওয়ানডে শতক। তবে বিশ্বকাপের হিসাবে এটাই কোনো ভারতীয় ক্রিকেটারের দ্রুততম সেঞ্চুরি। একই ভেন্যুতে গত শনিবার লঙ্কানদের বিপক্ষে ৪৯ বলে সেঞ্চুরি করেছিলেন দক্ষিণ আফ্রিকার মার্করাম। যেটা বিশ্বকাপের দ্রুততম ১০০। ওই তালিকায় আবার রোহিতের সেঞ্চুরি আছে ছয়ে।
তবে এই রেকর্ড ছাড়াও বিশ্বকাপে সবচেয়ে বেশি সেঞ্চুরির মালিক বনে যাওয়া রোহিতের জন্য সবচেয়ে স্পেশাল। এতদিন বিশ্বকাপে সবচেয়ে বেশি ৬ সেঞ্চুরি নিয়ে শচীনের সঙ্গে যৌথভাবে একে ছিলেন। এবার তাঁকে ছাড়িয়ে গেলেন রোহিত। যেখানে ৫ সেঞ্চুরি নিয়ে তিনে রিকি পন্টিং ও কুমার সাঙ্গাকারা। তবে ওপেনার হিসেবে সর্বাধিক সেঞ্চুরি করা ৫০ ওভারের ক্রিকেটে শচীনের পরই রোহিতের স্থান। ওপেনার হিসেবে শচীন করেছিলেন ৪৫ সেঞ্চুরি। যেখানে দুইয়ে থাকা রোহিতের ওয়ানডে সেঞ্চুরির সংখ্যা ২৯টি। পাশাপাশি আন্তর্জাতিক ক্রিকেটে ক্রিস গেইলের সর্বোচ্চ ৫৫৩ ছক্কার রেকর্ডও ভেঙে ফেলেন রোহিত। তবে যেভাবে এগোচ্ছিলেন তাতে বিশ্বকাপে নিজের করা সর্বোচ্চ ১৪০ রানকেও টপকে যেতে পারতেন তিনি। যাক, সেটা আর হয়নি। ১৩১ রানেই থামতে হয়েছে তাঁকে।
- বিষয় :
- চেন্নাই
- রোহিত শর্মা