সুযোগ থাকা সত্ত্বেও ড্রাফট থেকে আইকন নেয়নি মিনিস্টার গ্রুপ রাজশাহী, তার বদলে নিয়েছে মোহাম্মদ সাইফউদ্দিনকে। কিন্তু নিজেদের প্রথম পছন্দের খেলোয়াড়টিকে প্রথম পাঁচ ম্যাচেই তারা পায়নি। যে পাঁচ ম্যাচের প্রথম দুটিতে জিতলেও হার পরের তিনটিতে। 

সুখবর হচ্ছে, গোড়ালির চোট থেকে সেরে উঠেছেন এই অলরাউন্ডার সাইফউদ্দিন। রোববার সন্ধ্যায় জেমকন খুলনার বিপক্ষে একাদশে দেখা যেতে পারে তাকে। এর আগে দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হবে বেক্সিমকো ঢাকা ও গাজী গ্রুপ চট্টগ্রামের। চার ম্যাচের সবক'টিতে জেতা চট্টগ্রাম এ ম্যাচ জিতলে প্লে-অফ নিশ্চিত করে ফেলবে।

বঙ্গবন্ধু টি২০ কাপে রাজশাহীর শুরুটা ছিল দুর্দান্ত। নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন অপেক্ষাকৃত তরুণ দলটি ঢাকার পর হারিয়ে দিয়েছিল তারকাবহুল খুলনাকে। কিন্তু ছন্দপতন ঘটে তৃতীয় ম্যাচে বরিশালের কাছে হার দিয়ে। 

এরপর চট্টগ্রামের কাছে ১ রানে আর ঢাকার বিপক্ষে ২৫ রানে হারতে হয়। প্লে-অফের সম্ভাবনা উজ্জ্বল করতে রাজশাহীর জয় আবশ্যক। যে কারণে সাইফউদ্দিনকে ফিরে পেতে আগ্রহী কোচ সারোয়ার ইমরান। 

সাইফউদ্দিনকে নিয়ে কোচ সারোয়ার ইমরান বলেন, এখন ভালো বোধ করছে। নেটে ব্যাটিং-বোলিং দুটোই অনুশীলন করেছে। রোববার ম্যাচের আগে ওয়ার্মআপ দেখে চূড়ান্ত সিদ্ধান্ত নেব। আশা করছি সে খেলতে পারবে।

রাজশাহীর প্রতিপক্ষ খুলনা পাঁচ ম্যাচে তিন জয় তুলে পয়েন্ট টেবিলের দুইয়ে আছে। দলটির প্রধান অস্বস্তি এখন পর্যন্ত সাকিব আল হাসানের রান না পাওয়া। মুশফিকুর রহিমের ঢাকা আছে দলগত সাফল্যের তাড়নায়। টুর্নামেন্টের প্রথম তিন ম্যাচের সবক'টি হারলেও সর্বশেষ দুই ম্যাচে জয় পেয়েছে তারা। হাতে থাকা বাকি তিনটি ম্যাচের মধ্যে অন্তত দুটিতে জয় চায় ঢাকার। বিপরীতে প্রথম চার ম্যাচ থেকে আট পয়েন্ট তুলে চট্টগ্রাম আছে সবচেয়ে নির্ভার অবস্থায়।