ঢাকা বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪

ফিফা র‌্যাঙ্কিংয়ে ৬ ধাপ উন্নতি বাংলাদেশের

ফিফা র‌্যাঙ্কিংয়ে ৬ ধাপ উন্নতি বাংলাদেশের

ছবি: বাফুফে

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৩ | ১১:১৫ | আপডেট: ১৮ অক্টোবর ২০২৩ | ১১:১৫

মালদ্বীপের বিপক্ষে ঘরের মাঠ বসুন্ধরা কিংস অ্যারেনায় মঙ্গলবার ২-১ গোলে জিতেছে বাংলাদেশ। ওই জয়ে বিশ্বকাপ বাছাইপর্ব রাউন্ডে উঠে গেছে লাল-সবুজের প্রতিনিধিরা। 

দুই লেগে অস্ট্রেলিয়া, ফিলিস্তিন ও লেবাননের বিপক্ষে দুইটি করে ম্যাচ খেলার সুযোগ পাবে বাংলাদেশ। শুধু বিশ্বকাপ বাছাইপর্বে জায়গা নয় ফিফা র‌্যাঙ্কিংয়েও উন্নতি হচ্ছে বাংলাদেশ দলের।

অক্টোবরে ফিফা তাদের র‌্যাঙ্কিং আপডেট করলে বাংলাদেশ ছয় ধাপ এগিয়ে ১৮৩তম অবস্থানে জায়গা পাবে। ফিফা র‌্যাঙ্কিং ক্যালকুলেটর দিয়েছে এই হিসাব।  

সেপ্টেম্বরের ফিফা র‌্যাঙ্কিং অনুযায়ী, বাংলাদেশ ১৮৯তম অবস্থানে আছে। মালদ্বীপের বিপক্ষে জয় পাওয়ায় বাংলাদেশের পয়েন্ট গিয়ে দাঁড়াবে ৯১২.৬০ অর্থাৎ ১৮.৩৭ পয়েন্ট বাড়বে। যে কারণে ছয় ধাপ উন্নতি হবে বাংলাদেশ দলের।

whatsapp follow image

আরও পড়ুন

×