- খেলা
- মাঠে নামছে পিএসজি, অভিষেক হচ্ছে না মেসির
মাঠে নামছে পিএসজি, অভিষেক হচ্ছে না মেসির

পিএসজি অনুশীলনে মেসি। ছবি- এএফপি
লিগ ওয়ানে জয় দিয়ে নতুন মৌসুম শুরু করেছে প্যারিস সেইন্ট জার্মেইন (পিএসজি)। আজ নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে দলটি। স্ট্রাসবুর্গের বিপক্ষে পিএসজির ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১টায়।
পিএসজিতে মেসির যোগদানের পর থেকেই সমর্থকরা প্রতীক্ষায় আছেন নতুন ক্লাবের হয়ে মেসির অভিষেক নিয়ে। তবে খুব শিগগির সেটা হওয়ার সম্ভাবনা কমই, এমনটা জানিয়েছিলেন দলটির কোচ মাওরিসিও পচেত্তিনো। তাড়াহুড়া না করে ধাপে ধাপে মেসির পিএসজি অভিষেকের দিকে এগিয়ে যেতে চান তিনি।
স্ট্রাসবুর্গের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে ২২ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছেন পিএসজি কোচ মরিসিও পচেত্তিনো। সেখানে নেই রেকর্ড ছয়বারের ব্যালন ডি'অর জয়ী মেসির নাম।
বার্সেলোনা ছেড়ে লিওনেল মেসি যোগ দেওয়ার পর এটি তাদের প্রথম ম্যাচও বটে। তবে আর্জেন্টাইন তারকাকে পিএসজির জার্সিতে দেখার জন্য আরও কিছুদিন অপেক্ষায় থাকতে হচ্ছে ফুটবলপ্রেমীদের।
বিশ্রাম পাওয়াদের মধ্যে আছেন দুই আর্জেন্টাইন আনহেল দি মারিয়া ও দুই ইতালিয়ান মার্কো ভেরাত্তি ও জিয়ানলুইজি দোন্নারুমা। তবে গত ম্যাচে লক্ষ্যভেদ করা মাউরো ইকার্দি ও আশরাফ হাকিমি স্কোয়াডে আছেন। পচেত্তিনো রেখেছেন বিশ্বকাপজয়ী ফরাসি স্ট্রাইকার কিলিয়ান এমবাপেকেও।
মন্তব্য করুন