- খেলা
- খেলার মাঠে বান্ধবীকে বিয়ের প্রস্তাব ইংল্যান্ড ভক্তের
খেলার মাঠে বান্ধবীকে বিয়ের প্রস্তাব ইংল্যান্ড ভক্তের

গ্যাবা টেস্টে ভালোবাসা ছড়ালেন নতুন বাগদানকারী দম্পতি
প্রেমিকাকে এনগেজমেন্ট রিং দিয়ে বিয়ের প্রস্তাব অনেকেই দিয়ে থাকেন। পাহাড়ের কোলে, সমুদ্রের তীরে কিং কোনও জঙ্গলে কত জায়গায় প্রেমিকরা তাদের প্রেমিকাদের সারপ্রাইজ দেন। আংটি বদলের জন্য কেউ কেউ আবার বড় পার্টিরও আয়োজন করেন। কিন্তু খেলার মাঠে প্রেম নিবেদন?
এ দৃশ্য আগে অনেকবারই দেখা গিয়েছে। প্রেমে পড়লে দেশ-কাল-জাতি-ধর্ম সব কিছু অতিক্রম করে ফেলা যায়। এমনই এক প্রেমের সাক্ষী থাকল গ্যাবা টেস্টের গ্যালারি। অ্যাশেজ সিরিজে যখন অস্ত্রেলিয়া ও ইংল্যান্ডের মধ্যে দুর্দান্ত লড়াই হচ্ছে, তখন এই দুই দেশের মধ্যে শুরু হল নতুন সম্পর্ক।
Feeling the love ????@Holly_Ferling catches up with Rob & Nat, the newly engaged couple! pic.twitter.com/CkNvFnETbO
— 7Cricket (@7Cricket) December 10, 2021
অ্যাশেজের প্রথম টেস্টের তৃতীয় দিন গ্যালারিতে সকলের সামনেই অস্ট্রেলিয়ার বান্ধবী নাটালিকে বিয়ের প্রস্তাব দেন এক ইংল্যান্ড সমর্থক রব হেল। আর সেই মুহূর্তটি ধরা পড়ল সম্প্রচারকারী চ্যানেল সেভেনের ক্যামেরায়। রবের বিয়ের প্রস্তাবে নাটালি হ্যা বলার পরেই গ্যালারি থেকে ধারাভাষ্যকাররা উল্লাস করে উঠে। চ্যানেল সেভেনের সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন ভাইরাল।
রব ইংল্যান্ডের সমর্থকগোষ্ঠী বার্মি আর্মির সদস্য। অন্যদিকে নাটালি অস্ট্রেলিয়ার সমর্থক। হুট করেই নাটালির কাছে এসে তাকে জায়ান্ট স্কিনে কিছু একটা দেখান রব। নাটালি সেটা দেখতে দেখতেই হাঁটু গেড়ে বসে আংটি বের করেন রব। এরপর নাটালির উদ্দেশে রব বললেন, 'এখানে অনেক লোক দেখছে তাই দ্রুত এই মধুর কাজটি শেষ করবো আমি। তোমার সঙ্গে পরিচয় হওয়ার পর চার বছর কেটে গেছে। আমার জীবনের সেরা চার বছর। আমায় বিয়ে করবে তুমি?'
নাটালি আর দেরি করেননি। সম্মতি জানিয়ে চুমু খান রবকে। নাটালি সম্মতি জানানোর পর তাকে কোলে তুলে নেন রব। এরপর প্রেমিকার হাতে আংটিটি পরিয়ে দেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে এক নারী ক্রিকেটভক্তের টুইট, 'কারও কাছ থেকে এভাবে প্রস্তাব পাওয়ার স্বপ্ন দেখি।'
গ্যাবায় নাটালিের দল অস্ট্রেলিয়া কিছুটা ভালো অবস্থানে। ইংল্যান্ড প্রথম ইনিংসে ১৪৭ রানে অলআউট হওয়ার পর তৃতীয় দিনে ৪২৫ রানে অলআউট হয় অস্ট্রেলিয়া। এরপর নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে তৃতীয়দিন শেষে ২ উইকেটে ২২০ রান তুলেছে ইংল্যান্ড।
মন্তব্য করুন