- খেলা
- অকেজো রিভিউ প্রযুক্তি, অ্যাশেজে নতুন বিতর্ক
অকেজো রিভিউ প্রযুক্তি, অ্যাশেজে নতুন বিতর্ক

মালানকে দ্রুত ফেরাতে পারলে ম্যাচে অনেক এগিয়ে থাকত প্যাট কামিন্সের দল। ছবি- এএফপি
ব্রিসবেনের গ্যাবাতে দ্বিতীয় দিনটা ছিল অস্ট্রেলিয়ার। কিন্তু তৃতীয় দিন খেলা ঘুরে গেল। দুর্দান্ত লড়াইয়ে টেস্টে প্রত্যাবর্তন করল ইংল্যান্ড। প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার কামিন্স-স্টার্কদের যারা খেলতেই পারছিল না সেই ইংল্যান্ড ২য় ইনিংসে দুর্দান্ত জবাব দিচ্ছে। জো রুট ও ডেভিড মালানের দুর্দান্ত ব্যাটিংয়ে তৃতীয় দিন শেষে ইংল্যান্ডের স্কোর ২২০/২। যদিও এখনো লিড নেওয়ার থেকে ৫৮ রান দূরে আছে ইংল্যান্ড, তবে হাতে রয়েছে ৮টি উইকেট ও দুইদিনের খেলা বাকি। এখান থেকে জয়ের চিন্তা করতেই পারে থ্রি লায়ন্সরা।
দিনশেষে মালান ১৭৭ বলে ৮০ ও রুট ১৫৮ বলে ৮৬ অপরাজিত আছেন ক্রিজে। এই টেস্টের ভাগ্য কোন দিকে গড়াবে, তা এখনই বলা সম্ভব নয়। তবে উপভোগ্য ক্রিকেট যে অপেক্ষা করে আছে, তা বলাই যায়।
৮০ রানে অপরাজিত থেকে দিনশেষ করা মালান আউট হতে পারতেন মাত্র ১৬ রানেই। কিন্তু ডিআরএসের কারিগরি ত্রুটির কারণে আউট করতে পারেনি অস্ট্রেলিয়া। বল তার ব্যাটের কানা ছুঁয়ে গেছে। কিন্তু তৃতীয় আম্পায়ার পল উইলসন মালানকে আউট ঘোষণা করেননি। মালানকে দ্রুত ফেরাতে পারলে ম্যাচে অনেক এগিয়ে থাকত প্যাট কামিন্সের দল।
মালানের আউটটি তৃতীয় আম্পায়ার পল উইলসন দিতে পারেননি কারিগরি ত্রুটির কারণে। কারণ এই টেস্টে 'স্নিকো' কাজ করছে না। তাই বলটা মালানের ব্যাট ছুঁয়ে গেছে কিনা তা নিশ্চিত হতে পারেননি উইলসন।
অ্যাশেজের মত ঐতিহাসিক এই সিরিজে প্রযুক্তির এরকম হযবরল অবস্থা কেন, তা জানিয়েছেন চ্যানেল সেভেনের সংবাদকর্মী অ্যালিসন মিচেল। তিনি জানান, 'স্নিকো প্রযুক্তি অ্যাডিলেডে পাওয়া যাবে। সীমানায় কড়াকাড়ির জন্য এ ম্যাচে তা নিয়ে আসা সম্ভব হয়নি।'
আগের দিন স্টোকসকে নিয়েও হয়েছে বিতর্ক। প্রযুক্তিগত কারণে তার করা 'নো বল' ধরতেই পারেনি আম্পায়াররা। প্রথম সেশনে বেন স্টোকস ১৪টি 'নো বল' করেও ১২টিতে পার পেয়ে যান! যে কারণে সমালোচনার তীরে বিদ্ধ হতে হয়েছে সম্প্রচারের দায়িত্বে থাকা চ্যানেল সেভেনকে।
চ্যানেল সেভেনকে এ নিয়ে অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক রিকি পন্টিং বলেছেন, 'সবচেয়ে বড় সিরিজটা খেলা হচ্ছে অথচ দুটি গুরুত্বপূর্ণ প্রযুক্তি নেই। মালানের আউটটি নিশ্চিতই মনে হয়েছে। প্যাট কামিন্স ও জস হ্যাজলউড আম্পায়ার পল রাইফেলের সঙ্গে কথা বলেছে। রিপ্লে খেয়াল করলে দেখবেন, ব্যাটের মাথায় একটা দাগ।'
মন্তব্য করুন