ঢাকা রবিবার, ২৬ জানুয়ারি ২০২৫

হ্যাটট্রিক ও দুই গোল করিয়ে রোনালদোর যে স্ট্যাটাস

হ্যাটট্রিক ও দুই গোল করিয়ে রোনালদোর যে স্ট্যাটাস

হ্যাটট্রিকসহ পাঁচ গোলে অবদান রাখা রোনালদোর উদযাপন। ছবি: এএফপি

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৩ এপ্রিল ২০২৪ | ১৪:০৯ | আপডেট: ০৩ এপ্রিল ২০২৪ | ১৭:৫৮

সৌদি প্রো লিগের ম্যাচে আবারও হ্যাটট্রিক করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। তার তিন গোলই এসেছে ম্যাচের প্রথমার্ধে। শুধু তিন গোল করে থামেননি তিনি। দুই গোলে সহায়তাও দিয়েছেন পর্তুগিজ যুবরাজ। তার দাপুটে পারফরম্যান্সে আবহাকে ৮-০ গোলে হারিয়েছে আল নাসর। 

ম্যাচের ১১ মিনিটে গোল দিয়ে শুরু করেন রোনালদো। ২১ মিনিটে দলের লিড ২-০ করে ফেলেন তিনি। ৩৩ মিনিটে সাদিও মানের থেকে গোল আসে। যেটি করিয়েছেন রোনালদো। ৪১ মিনিটে হ্যাটট্রিক করেন রোনালদো। ৪৪ মিনিটে আবহার জালে আরেকটি গোল দেয় আল নাসর। আব্দুলমাজিদ সুলাহিমের ওই গোলের কারিগরও সিআরসেভেন।

দ্বিতীয়ার্ধে আরও তিন গোল করে আল নাসর। আবহাকে বিশাল ব্যবধানে হারিয়ে তাদের অবনমনের পথে ঠেলে দিয়েছে রোনালদো-মানেরা। 

৩৯ বছর বয়সী রোনালদোর এটি পেশাদার ফুটবলে ৬৫তম হ্যাটট্রিক। এর মধ্যে বয়স ৩০ বছর হয়ে যাওয়ার পর রোনালদোর ৩৫তম হ্যাটট্রিক। দলের জয় ও পাঁচ গোলে অবদান রেখে ইনস্টাগ্রামে রোনালদো লিখেছেন, ‘আমরা গতিহীন হয়ে পড়িনি।’

আরও পড়ুন

×