অডিও থেকে জানা গেল ইয়ামালের গোল না দেওয়ার কারণ

ছবি- সংগৃহীত
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৪ | ১৫:০৮
স্পেনের দুই ক্লাব রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার ম্যাচ মানেই সমর্থকদের মধ্যে বাড়তি উত্তেজনা থেকে। এল ক্লাসিকো নামে পরিচিতি এই ম্যাচে সর্বশেষ রোববার রাতে বার্সেলোনাকে ৩-২ গোলে হারায় রিয়াল।
তবে হার-জিত ছাপিয়ে একটি না হওয়া গোল নিয়ে বিতর্ক ছড়িয়েছে। ম্যাচের তখন ২৮ মিনিট। রাফিনহার কর্নার থেকে লামিন ইয়ামালের ফ্লিক চলে যায় রিয়ালের গোললাইনে। সেখান থেকে রিয়ালের গোলকিপার আন্দ্রে লুনিন কোনোমতে বলটি বাইরে পাঠান। বার্সেলোনার খেলোয়াড়েরা দাবি করেন, এটা গোললাইন অতিক্রম করেছে।
যদিও ভিএআর চেক করে গোল হয়নি বলে সিদ্ধান্ত দেওয়া হয়। উল্টো বার্সেলোনার পক্ষে কর্নারের সিদ্ধান্ত দেন। এরপর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় তুলতে শুরু করেন বার্সা সমর্থকরা। লা লিগায় গোললাইন প্রযুক্তি না থাকার সমালোচনায় ভেসে যেতে থাকে ফেসবুক, টুইটার ও ইনস্টাগ্রাম।
এসব আলোচনা-সমালোচনার মধ্যেই স্প্যানিশ ফুটবল ফেডারেশন ইয়ামালকে গোল না দেওয়ার একটা ব্যাখ্যা দিয়েছে। গোল ডটকমের প্রতিবেদন অনুযায়ী, ইয়ামালের সেই গোল নিয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ না করলেও ভিএআরের অডিও প্রকাশ করেছে স্প্যানিশ এফএ।
সেই অডিও থেকে জানা গেছে, ভিএআর রেফারি সানচেজ মার্তিনেজ মাঠের রেফারি সোতো গার্দোকে আসলে কী বলেছিলেন। স্প্যানিশ এফএর প্রকাশ অডিওতে মার্তিনেজকে বলতে শোনা গেছে, ‘বল যে পুরোপুরি গোলের ভেতরে ঢুকেছে, এর কোনো প্রমাণ নেই।’