ঢাকা মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি ২০২৫

পাকিস্তান সিরিজ

কন্ডিশন বিবেচনায় চার পেসারও খেলাতে পারে বাংলাদেশ: মুশতাক

কন্ডিশন বিবেচনায় চার পেসারও খেলাতে পারে বাংলাদেশ: মুশতাক

ছবি- বিসিবি

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ১৫ আগস্ট ২০২৪ | ২১:৪৬

দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে পাকিস্তানে সফরে আছে বাংলাদেশ দল। ২১ আগস্ট সিরিজের প্রথম ম্যাচে রাওয়ালপিন্ডিতে মুখোমুখি হবে দুই দল। তার আগে টাইগাররা পুরোদমে অনুশীলন করছেন সেখানে। টেস্ট ক্রিকেটের কঠিন চ্যালেঞ্জের জন্য নিজেদের প্রস্তুত করে নিচ্ছে টাইগাররা। দলের সঙ্গে আছেন পাকিস্তানের সাবেক লেগ স্পিনার মুশতাক আহমেদ। অনুশীলনের পর আজ লাহোর গাদ্দাফি স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে এসেছিলেন মুশতাক।

প্রথম ম্যাচে বাংলাদেশ দলের কম্বিনেশন কেমন হবে এ নিয়ে মুশতাককে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘আমরা রাওয়ালপিন্ডির কন্ডিশন দেখে দলের সমন্বয় ঠিক করব। টেস্টে স্পিনারদের ভূমিকা গুরুত্বপূর্ণ, তাদের অবদান এড়ানোর সুযোগ নেই। আবার যদি কন্ডিশন ফাস্ট বোলারদের অনুকূলে হয়ে থাকে, তাহলে আমাদের ভালো মানের পেসারও আছে। আমরা চার পেসারও নামিয়ে দিতে পারি।’

বাংলাদেশের পেসারদের নিয়ে মুশতাক বলেন, ‘বাংলাদেশের একটি ভালো ব্যাপার হচ্ছে দলে এখন বেশ ভালো পেসার রয়েছে। অনুশীলনে আপনারা দেখবেন এখানে ভালো ৪-৫ জন পেসার রয়েছে। ফলে আমি মনে করি পেসাররা ঠিক দিকেই এগোচ্ছে। হয়তো এখানে কিছুটা সময় লাগবে। তারা যদি শিখতে থাকে এবং নিজেদের ওপর বিশ্বাস রাখে, তাহলে আশা করছি, তারা পার্থক্য গড়ে দিতে পারবে এবং বিদেশের মাটিতেও ম্যাচ জিততে পারবে।’

বাংলাদেশ দলে চার পেসার খেলানোর ঘটনা বিরলই বলতে হয়। সর্বশেষ একই ম্যাচে বাংলাদেশ দলে চারজন স্বীকৃত পেসার দেখা গিয়েছিল ২০০৩ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে। পাকিস্তান সফরে বাংলাদেশ দলে পেসার হিসেবে আছেন নাহিদ রানা, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ ও খালেদ আহমেদ।

অবশ্য পাকিস্তানে টেস্ট জিততে হলে স্পিনারদেরও ভূমিকা রাখার কথা বলেছেন মুশতাক। তিনি বলেন, ‘বাংলাদেশের যে স্পিনার আছে, সাধারণতভাবেই তারা খুব খুব ভালো স্পিনার; ম্যাচ উইনার। বাংলাদেশকে অনেক ম্যাচ জিতিয়েছে। এটা আমার জন্য দারুণ সম্মানের ওদের সঙ্গে কাজ করা। ভালো কয়েকজন ছেলে আছে। তারা কোচেবল, এর মানে হচ্ছে কথা শোনে। আমি ভালো সময় কাটাচ্ছি ওদের সঙ্গে। ওরা ভালো শিখতে পারে। আশা করি একটা পার্থক্য তৈরি করতে পারব।’

বিদেশের মাটিতেও শান্ত-সাকিবদের টেস্ট জেতা সম্ভব বলে মনে করেন এই পাকিস্তানি কিংবদন্তি, ‘ইনশাআল্লাহ আমি আশা করছি তারা যদি শিখতে থাকে এবং নিজেদের ওপর বিশ্বাস রাখে তারা পার্থক্য গড়ে দিতে পারবে এবং বিদেশের মাটিতেও ম্যাচ জিততে পারবে।’

আরও পড়ুন

×