ঢাকা শুক্রবার, ০৬ ডিসেম্বর ২০২৪

আন্দোলনে নিহত রিকশাচালকের পরিবারের পাশে সিরিজ সেরা মিরাজ 

আন্দোলনে নিহত রিকশাচালকের পরিবারের পাশে সিরিজ সেরা মিরাজ 

হাসান মাহমুদের সঙ্গে মিরাজের উইকেট উদযাপন। ছবি: এএফপি

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৪ | ১৬:১৮

পাকিস্তানের বিপক্ষে সিরিজে দুর্দান্ত খেলেছেন মেহেদী মিরাজ। প্রথম টেস্টে ১০ উইকেটে জেতে দল। ওই ম্যাচে প্রথম ইনিংসে ফিফটি করেন ও দ্বিতীয় ইনিংসে ৪ উইকেট নেন তিনি। 

দ্বিতীয় টেস্টে ৬ উইকেটে জিতে পাকিস্তানকে ‘বাংলাধোলাই’ করেছে টাইগাররা। মিরাজ দলের বিপর্যয়ে দাঁড়িয়ে ৭৮ রানের ইনিংস খেলেন। তার আগে প্রথম ইনিংসে তুলে নেন ৫ উইকেট। 

সিরিজে দারুণ খেলায় প্রথমবার দেশের বাইরে সিরিজের সেরা খেলোয়াড় হয়েছেন মিরাজ। সিরিজ সেরা এই পুরস্কারের অর্থ গত জুলাই-আগস্টে দেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় আহত হয়ে পরে নিহত হওয়া এক রিকশাচালকের পরিবারকে দেওয়ার ঘোষণা দিয়েছেন মিরাজ। 

পুরস্কার নেওয়ার পর মিরাজ বলেন, দেশ অনেক খারাপ সময়ের মধ্য দিয়ে গেছে। ছাত্র আন্দোলনের সময় এক রিকশাচালক আহত হন, পরে তিনি মারা গেছেন। এই ম্যাচ সেরার অর্থ আমি তার পরিবারকে দিয়ে পাশে দাঁড়াতে চাই। 

এর আগে সিরিজ সেরা হওয়ার বিষয়ে মিরাজ বলেন, অলরাউন্ডার হিসেবে আমার কাজটা কঠিন ছিল। তবে আমি মুশফিক ও লিটনের সঙ্গে স্ট্রাইক রোটেড করে খেলতে চেয়েছিলাম। পাঁচ উইকেট পাওয়ায় সত্যিই খুশি। টি-২০ বিশ্বকাপে ছিলাম না, যে কারণে দেশে টেস্টের জন্য প্রস্তুত হওয়ার সময় পেয়েছি। যে কারণে টিম ম্যানেজমেন্টকে ধন্যবাদ।  

whatsapp follow image

আরও পড়ুন

×