ঢাকা রবিবার, ০৯ ফেব্রুয়ারি ২০২৫

ক্লাসিকোর আগে রিয়ালকে ‘হুমকি’ ইয়ামালের 

ক্লাসিকোর আগে রিয়ালকে ‘হুমকি’ ইয়ামালের 

রাফিনহা ও ইয়ামালের (বাঁ দিকে) গোল উদযাপন। ছবি: ফাইল

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৪ | ১৭:০৯

কোচ ছাড়া দলে নতুন তেমন কাউকে ভেড়াতে পারেনি বার্সেলোনা। বলার মধ্যে শুধু দানি অলমোকে কিনেছে কাতালানরা। কিন্তু পুরনো দল নিয়েই নতুন পরিকল্পনায় বার্সার ঘুম ভাঙাতে সক্ষম হয়েছেন জার্মান কোচ হানসি ফ্লিক। 

লিগে রিয়ালের চেয়ে তিন পয়েন্টে এগিয়ে শীর্ষে আছে বার্সা। চ্যাম্পিয়ন্স লিগে তারা ধুঁকছিল। মোনাকোর বিপক্ষে হেরে শুরু করেছিল। পরে ইয়ং বয়েজের বিপক্ষে বড় জয়ের পর ঘরের মাঠে শক্তিশালী বায়ার্ন মিউনিখকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে কাতালানরা। দলের জয়ে হ্যাটট্রিক করেছেন রাফিনিয়া। 

আগামী ২৭ অক্টোবর রাতে লিগের প্রথম এল ক্লাসিকোয় রিয়াল মাদ্রিদের মুখোমুখি হবে বার্সেলোনা। সান্তিয়াগো বার্নাব্যুতে ওই ম্যাচের আগে ১৭ বছর বয়সী বার্সা উইঙ্গার লামিনে ইয়ামাল সতর্কতা জারি করেছেন। জানিয়ে দিয়েছেন, সেরা দলই জিতবে মাঠে। 

তিনি বলেন, ‘এল ক্লাসিকো? ওই ম্যাচের আগে আমরা বেশ আত্মবিশ্বাস পেতে শুরু করেছি। আমরা বিশ্বাস করি, বিশ্বের সেরা ক্লাব আমরাই, সেটা আমরা প্রমাণও করে চলেছি। আমরা আমাদের পুরো শক্তি নিয়ে লড়াই করবো এবং আশা করছি সেরা দলই জিতবে।’ 

আরও পড়ুন

×