ঢাকা রবিবার, ২২ জুন ২০২৫

কোচিংয়ে নামলেন মুনাফ প্যাটেল 

কোচিংয়ে নামলেন মুনাফ প্যাটেল 

সাবেক ভারতীয় পেসার মুনাফ প্যাটেল। ছবি: ফাইল

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৪ | ১১:৪৯

ভারতের বিশ্বকাপ জয়ী পেসার মুনাফ প্যাটেলকে বোলিং কোচের দায়িত্ব দিয়েছে দিল্লি ক্যাপিটালস। মঙ্গলবার দিল্লির টিম ডাইরেক্টর ভানুগোপাল রাও বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে দিল্লির হেড কোচ ছিলেন রিকি পন্টিং। তার জায়গায় হেড কোচ করা হয়েছে আয়ূশ বাদানিকে। জেমন হোপ ছিলেন দলটির বোলিং কোচ। ওই জায়গা পূরণ করবেন মুনাফ প্যাটেল। 

তিনি ২০১১ সালের বিশ্বকাপ জয়ী দলের সদস্য। ভারতের জার্সিতে তিন ফরম্যাটে খেলেছেন। মুনাফের আইপিএলে ক্যারিয়ার ৬৩ ম্যাচের। 

২০১৭ সালে শেষ আইপিএল খেলা মুনাফ প্যাটেল রাজস্থান রয়েলস, মুম্বাই ইন্ডিয়ান্স, গুজরাট লায়ন্সে খেলেছেন। আইপিএল ক্যারিয়ারে নিয়েছেন ৭৪ উইকেট।

আরও পড়ুন

×