ঢাকা বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪

গিলেস্পিকে সরিয়ে আবার নতুন কোচ নিয়োগ দিচ্ছে পিসিবি 

গিলেস্পিকে সরিয়ে আবার নতুন কোচ নিয়োগ দিচ্ছে পিসিবি 

পাকিস্তানের কোচ জেসন গিলেস্পি। ছবি: ফাইল

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৪ | ১৯:৩০ | আপডেট: ১৭ নভেম্বর ২০২৪ | ১৯:৪১

আবার পাকিস্তানের হেড কোচের পদে পরিবর্তন আসছে। গত আগস্টে পাকিস্তান জাতীয় টেস্ট দলের সঙ্গে কাজ শুরু করা জেসন গিলেস্পিকে সরিয়ে দিচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

তার জায়গায় তিন ফরম্যাটে পাকিস্তানের নতুন কোচ হতে যাচ্ছেন সাবেক ক্রিকেটার আকিভ জাভেদ। তিনি বর্তমানে নির্বাচক কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।

এর আগে সাদা বলে পাকিস্তান জাতীয় দলের হেড কোচ গ্যারি কারস্টেন পদত্যাগ করেছেন। অস্ট্রেলিয়া সফরে তার জায়গায় গিলেস্পিকে টেস্ট দলের পাশাপাশি ওয়ানডে ও টি-২০ দলের অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব দেওয়া হয়। 

গিলেস্পি পাকিস্তানের কোচ হিসেবে গত আগস্টে বাংলাদেশের বিপক্ষে কাজ শুরু করেন। ওই সিরিজের দুই টেস্টেই হারে পাকিস্তান। এরপর ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে ২-১ ব্যবধানে সিরিজ জিতেছে পাকিস্তান। এরপর অস্ট্রেলিয়া সফরে তার অধীনে ওয়ানডে সিরিজ জিতেছে পাকিস্তান। তবে হেরেছে টি-২০ সিরিজে।

তাকে আরও এক বছর তিন ফরম্যাটে পাকিস্তানের হেড কোচের দায়িত্ব পালনের জন্য বলে পিসিবি। সংবাদ মাধ্যম জানিয়েছে, রাজিও ছিলেন সাবেক অস্ট্রেলিয়ান এই অলরাউন্ডার। তাকে শর্ত দিয়ে দায়িত্ব পালন করতে বলা হয়।

ওই শর্ত হলো, তাকে টেস্ট দলের কোচ হিসেবে যে বেতন ও সুযোগ-সুবিধা দেওয়া হয় একই সুযোগ-সুবিধা ও বেতনে তিনি পাকিস্তান জাতীয় দলের তিন ফরম্যাটের কোচের দায়িত্ব পালন করবেন। গিলেস্পি ওই শর্তে রাজি হননি। তিনি বাড়তি দায়িত্বের জন্য বাড়তি পারিশ্রমিক ও সুযোগ-সুবিধা চান।

তার শর্তে রাজি হয়নি পাকিস্তান। বরং তাকে পিসিবি জানিয়ে দিয়েছে, তবে আর কোচ হিসেবে তাকে কোন ফরম্যাটে চায় না তারা। প্রথমে পিসিবি তিন ফরম্যাটের কোচ হিসেবে আজহার মাহমুদ ও সাকলায়েন মুসতাককে বিবেচনা করে। তবে উপদেষ্টা প্যানেল থেকে তারা সমর্থন পাননি। তারা আকিভ জাভেদকে দায়িত্ব নিতে বলেছেন।

whatsapp follow image

আরও পড়ুন

×