ঢাকা শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫

পয়েন্ট, জয়-পরাজয় সমান, ফ্রান্স-ইতালির শীর্ষস্থান নির্ধারণ যেভাবে  

পয়েন্ট, জয়-পরাজয় সমান, ফ্রান্স-ইতালির শীর্ষস্থান নির্ধারণ যেভাবে  

গুন্দোইজির সঙ্গে মিডফিল্ডার আদ্রিয়েন র‌্যাবিওর উদযাপন। ছবি: এএফপি

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৪ | ১৫:৫৮

উয়েফা নেশন্স লিগের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হয়েছে ফ্রান্স ও ইতালির। রোববার রাতে গ্রুপের শেষ ম্যাচে মুখোমুখি হওয়ার আগেই তাদের শেষ আটে জায়গা পাকা হয়ে যায়। অথচ গ্রুপটা ছিল মৃত্যুকূপ। ওই গ্রুপ থেকে বেলজিয়াম ফ্লপ করেছে। তারা ৬ ম্যাচে মাত্র ৪ পয়েন্ট তুলতে পেরেছে। ফ্রান্স ও ইতালি তুলেছে সমান ১৩ পয়েন্ট। 

ইউরোপের অন্যতম সেরা দুই দলের শেষ আট নিশ্চিত হলেও শীর্ষস্থান নিয়ে হয়েছে দুর্দান্ত লড়াই। গ্রুপের প্রথম ম্যাচে ফ্রান্সের ঘরের মাঠ থেকে ৩-১ গোলে জিতে ফেরে ইতালি। গ্রুপের শেষ ম্যাচে ইতালির মাঠ থেকে ৩-১ গোলে জিতে প্রতিশোধ সম্পন্ন করেছে ফ্রান্স। 

শুধু প্রথম ও শেষ ম্যাচ নয়। মধ্যের ম্যাচগুলোতেও  দুই দলের জয় ও ড্র’র সংখ্যা সমান। একটি করে ম্যাচ ড্র করেছে দুই দলই। জিতেছে চারটি করে। শেষ পর্যন্ত তাই গোল ব্যবধানে শীর্ষস্থান নির্ধারণ হয়েছে। এক গোলের ব্যবধানে লিগ ‘এ’র গ্রুপ ‘২’ থেকে শীর্ষে থেকে শেষ আটে গেছে ফ্রান্স। ইতালি হয়েছে রানার্স আপ। 

রোববার রাতে ম্যাচের ২ মিনিটে লিড নেয় ফ্রান্স। গোল করেন আদ্রিয়েন র‌্যাবিওর। ৩৩ মিনিটে আত্মঘাতী গোলে ২-০ গোলে এগিয়ে যায় ফ্রান্স। কিন্তু ৩৫ মিনিটে এক গোল শোধ করে ইতালি শীর্ষস্থানের লড়াই জমিয়ে দেয়। ৬৫ মিনিটে র‌্যাবিওর আরেকটি গোল করে শীর্ষস্থান দখলে নেন। 

গ্রুপ পর্ব শেষে ফ্রান্স ৬ ম্যাচে ১২ গোল করেছে। ইতালি প্রতিপক্ষের জালে দিয়েছে ১৩ গোল। তবে ফ্রান্স হজম করেছে ৬ গোল। যে কারণে তাদের গোল ব্যবধান ৬। অন্যদিকে ইতালি গোল খেয়েছে ৮টি। ফ্রান্সের বিপক্ষে শেষ গোলটি খাওয়ায় তাদের গোল ব্যবধান ৫ হয়ে যায়। যে কারণে গ্রুপের রানার্স আপ হয়েছে তারা। 

আগামী ২২ নভেম্বর সুইজারল্যান্ডে উয়েফা নেশন্স লিগের কোয়ার্টার ফাইনালের ড্র অনুষ্ঠিত হবে। নিয়ম অনুযায়ী, লিগ ‘এ’ চার গ্রুপের শীর্ষে থাকা দল পট ওয়ানে থাকবে। চার গ্রুপের রানার্স আপ দল যাবে পট টুতে। পট টু থেকে আগে দলের নাম তোলা হবে। এরপর পট ওয়ান থেকে নাম তোলা হবে। এভাবে দুই দল সেমিতে যাওয়ার লড়াইয়ে মুখোমুখি হবে।

আরও পড়ুন

×