সাকিব-সৌম্যর পর লঙ্কা টি-টেনে রনি তালুকদার
ছবি- ক্রিকইনফো
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০২৪ | ১৭:৫৯
লঙ্কা টি-টেন সুপার লিগের প্রথম আসরে কলম্বো জাগুয়ার্সের হয়ে খেলবেন রনি। অফিসিয়াল ফেসবুক পেজে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি নিজেই। সাকিব আল হাসান ও সৌম্য সরকারের সঙ্গে বাংলাদেশের তৃতীয় ক্রিকেটার হিসেবে লঙ্কানদের এই লিগে খেলবেন তিনি।
কলম্বোতে রনির সতীর্থ হিসেবে দেখা যাবে অ্যাঞ্জেলো ম্যাথুস, মাথিশা পাথিরানা, জেসন রয়, কামিন্দু মেন্ডিস, দিলশান মাদুশঙ্কাদের মতো ক্রিকেটারদের। এর আগে সাকিব আল হাসানকে দলে টেনেছে গল মারভেলস এবং হাম্বানটোটা বাংলা টাইগার্স দলে নিয়েছে সৌম্য সরকারকে।
ফেসবুকে এক পোস্টে রনি তালুকদার লিখেছেন, ‘২০২৪ সালের লঙ্কা টি-টেন সুপার লিগে খেলার ব্যাপারে আমি দারুণ রোমাঞ্চিত। টিম ম্যানেজমেন্টকে ধন্যবাদ। একটি ভালো মৌসুমের আশা করছি। আমার জন্য প্রার্থনা করবেন।’
বাংলাদেশের হয়ে একটি ওয়ানডে এবং ১১ টি-টোয়েন্টি খেলেছেন রনি। তবে বিপিএলে ৬ দলের হয়ে ৭৩ ম্যাচে ১ হাজার ৩২৩ রান করেছেন। ১২০.৮২ স্ট্রাইক রেটে রান করা ডানহাতি ওপেনার সাতটি হাফ সেঞ্চুরি করেছেন। আগামী ১১ ডিসেম্বর পর্দা উঠবে এবারের আসরের। যার ফাইনাল হবে ১৯ ডিসেম্বর।
- বিষয় :
- রনি তালুকদার