ঢাকা রবিবার, ০৯ ফেব্রুয়ারি ২০২৫

উলভসে হেরে লিগে টিকে থাকার চ্যালেঞ্জ দেখছেন আমোরিম 

উলভসে হেরে লিগে টিকে থাকার চ্যালেঞ্জ দেখছেন আমোরিম 

রুবেন আমোরিম। ছবি: গোল

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২৪ | ১৫:৩১ | আপডেট: ২৭ ডিসেম্বর ২০২৪ | ১৫:৫৩

পর্তুগিজ কোচ রুবেন আমোরিমের অধীনে ম্যানচেস্টার ইউনাইটেড আরও বাজে অবস্থায় দাঁড়িয়েছে। বক্সিং ডে’র দিন উলভারহ্যাম্পটন ওয়ান্ডরার্সের বিপক্ষে ২-০ গোলে হেরেছে তার দল। 

ম্যাচের ৫৮ মিনিটে ম্যাথিউস কুনহার গোলে প্রথম লিড নেয় উলভস। যোগ করা সময়ে হাওয়াঙ্গের গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে লিগ টেবিলে ১৭ নম্বরে থাকা উলভস। 

ম্যানইউ এই হারে লিগ টেবিলে ১৪ নম্বরে নেমে গেছে। যদিও ১১, ১২ ও ১৩ নম্বরে থাকা তিন দল তাদের চেয়ে মাত্র ১ পয়েন্টে এগিয়ে আছে। অর্থাৎ ভালো খেলে টেবিলে উপরে যাওয়ার সুযোগ আছে রেড ডেলিভসদের। আবার পা হড়কালে অবনমনের শঙ্কাও বাড়বে। 

বিষয়টি নিয়ে কোচ আমোরিম বলেন, ‘এই মুহূর্তে আমাদের টিকে থাকতে হবে এবং এই দল নিয়ে কাজ করার জন্য কিছু ম্যাচ জিততে হবে। কাজ শুরুর সময়ই আমরা এটা জানতাম। যখন দলের দায়িত্ব নিই, নতুন কৌশল নিয়ে আমরা কাজ করার সময় পাইনি।’ 

আমোরিম জানুয়ারির দলবদলের বাজারে নতুন ফুটবলার কিনতে পারেন। নতুন বছরে ঘুরে দাঁড়ানোর আশাও নিশ্চয় করবেন এই পর্তুগিজ কোচ। তবে চলতি মৌসুমে সেরা সাতে থাকা কঠিন হবে তার জন্য, ‘আমাদের এগিয়ে যেতে হবে এবং কঠিন এই সময় ফুটবলেরই অংশ।’ 

আরও পড়ুন

×