ঢাকা রবিবার, ২৬ জানুয়ারি ২০২৫

সৈকতের সিদ্ধান্ত নিয়ে জলঘোলা চলছেই

সৈকতের সিদ্ধান্ত নিয়ে জলঘোলা চলছেই

আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। ছবি-সংগৃহীত

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০২ জানুয়ারি ২০২৫ | ১০:৫৬

মেলবোর্ন টেস্ট শেষ হয়েছে তিন দিন হয়ে গেছে। কিন্তু এখনও থার্ড আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতের দেওয়া আউট নিয়ে বিতর্ক শেষ হচ্ছে না। ১৮৪ রানে হারের পর সংবাদ সম্মেলনে ভারত অধিনায়ক রোহিত শর্মা ওই আউট নিয়ে বাংলাদেশি আম্পায়ার সৈকতের পক্ষে দাঁড়িয়েছিলেন। ভারতীয় ধারাভাষ্যকার রবি শাস্ত্রীও যশস্বী জয়সোয়ালকে আউট দেওয়া ওই সিদ্ধান্ত সঠিক ছিল বলে মনে করছেন। তবে তারা সঠিক বলার পরও বিতর্কে নতুন করে ঘি ঢেলেছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের ভাইস প্রেসিডেন্ট রাজীব শুক্লা।

সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ কড়াভাবেই জয়সোয়ালের আউটের জন্য থার্ড আম্পায়ারের সমালোচনা করেন রাজীব, ‘যশস্বী পরিষ্কার নটআউট। তৃতীয় আম্পায়ারের উচিত ছিল প্রযুক্তি যা বলছে, তা মেনে নেওয়া। মাঠের আম্পায়ারের সিদ্ধান্ত বাতিল করার জন্য তৃতীয় আম্পায়ারের কাছে যথেষ্ট প্রমাণ থাকা প্রয়োজন।’ এর তাৎক্ষণিক জবাব অবশ্য সাবেক আম্পায়ার সাইমন টোফেল দিয়েছেন, ‘আমার মতে, ওটা আউট ছিল। থার্ড আম্পায়ার সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। আম্পায়ার যদি দেখতে পান বলের দিক পরিবর্তন হচ্ছে, তা হলে প্রযুক্তির সাহায্য নেওয়ার দরকার নেই। ব্যাটে লেগে বলের দিক পরিবর্তন হয়েছে। তাই অন্য কিছু দেখার প্রয়োজন নেই। বলের দিক পরিবর্তনই আসল প্রমাণ।’ মেলবোর্ন টেস্টের শেষ দিনে কামিন্সের শর্ট বলে পুল করেছিলেন জয়সোয়াল। সেটা উইকেটকিপারের হাতে যাওয়ার পর অস্ট্রেলিয়ানরা আউটের আবেদন করলে আম্পায়ার জো উইলসন সেটা নাকচ করে দেন। রিভিউ নেন অসি অধিনায়ক কামিন্স। সেখানে স্নিকোতে কোনো কিছু ধরা পড়লেও থার্ড আম্পায়ার সৈকত আউট দেন। ভিডিও রিপ্লেতে তাঁর ব্যাটের কানা ও গ্লাভসে লেগে বলের গতিপথ পরিবর্তিত হতে দেখা যায়। মাঠের আম্পায়ারকে সিদ্ধান্ত বদলের পরামর্শ দেওয়ার সময় এ কথা সৈকত বলেনও।

স্নিকোতে কিছু ধরা না পড়ার পেছনে প্রযুক্তিগত দুর্বলতা আছে। স্নিকোর সাউন্ডের যন্ত্রটি থাকে স্টাম্পের পেছনে একেবারে নিচে। সাধারণত স্টাম্পের ওপরের শব্দ তারা ধরতে পারে না। আর এ বলটি তো স্টাম্প থেকে আরও তিন ফুট ওপরে জয়সোয়ালের মাথার ওপর দিয়ে গেছে। চলমান এ বিতর্কের মধ্যেই অস্ট্রেলিয়ার ‘সেভেন ক্রিকেট’ এক্সে একটি ভিডিও প্রকাশ করেছে। সেখানে তারা বোঝাতে চেয়েছে, জয়সোয়াল নাকি জানতেন যে বল তাঁর ব্যাটে লেগেছে। ওই ভিডিওতে দেখা যায়, রিভিউ নেওয়ার পর দুই ব্যাটার উইকেটের মাঝে আসছিলেন। তখন জয়সোয়ালকে কিছু একটা জিজ্ঞেস করেন ট্রাভিস হেড। জবাবে হালকা মাথা নাড়াতে দেখা যায় জয়সোয়ালকে। এর পরই হেডকে দুই হাত তুলে উদযাপন করতে দেখা যায়। ডান হাতের তর্জনী তুলে সতীর্থদের হাসিমুখে আউটের নিশ্চয়তাও দেন তিনি। 
সৈকতের সিদ্ধান্ত যে সঠিক ছিল, ভারতের সাবেক এক উইকেট রক্ষক সুরিন্দর খান্নাও তা মনে করেছেন। ১৯৭৯ থেকে ১৯৮৪ সাল পর্যন্ত ভারতের হয়ে ১০টি ওয়ানডে খেলা এই সাবেক ক্রিকেটারের বলেছেন, ‘আপনাকে আগে সৎ হতে হবে, এর পরই কেবল আপনি জিততে শুরু করবেন। এখানে বিতর্কের কিছু নেই, চারটা অ্যাঙ্গেল থেকে দেখানো হয়েছে, বল গ্লাভসে লেগেছে। তাতে কিছুটা গতি কমে বলটা উইকেটের পেছনে ক্যারির হাতে জমা পড়ে। ঘটনা হলো, আমরা বাজে খেলেছি ও হেরেছি।’

আরও পড়ুন

×