ঢাকা বুধবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৫

আফগানদের বিপক্ষে ম্যাচ বয়কটের আহ্বান, নাকচ ইংল্যান্ডের 

আফগানদের বিপক্ষে ম্যাচ বয়কটের আহ্বান, নাকচ ইংল্যান্ডের 

ইংল্যান্ডের রিচ টপলে ও আফগানিস্তানের রশিদ খান। ছবি: ফাইল

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২৫ | ১৭:৩৪ | আপডেট: ০৭ জানুয়ারি ২০২৫ | ১৭:৪৩

চ্যাম্পিয়ন্স ট্রফিতে আফগানিস্তানের বিপক্ষে লাহোরে ২৬ ফেব্রুয়ারি ম্যাচ খেলবে ইংল্যান্ড। ওই ম্যাচ বয়কটের দাবি তুলেছেন দেশটির কিছু রাজনীতিবিদ। তারা ইংল্যান্ড এন্ড ওয়েলস (ইসিবি) ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী রিচার্ড গোল্ডকে চিঠি দিয়ে ম্যাচটি বয়কটের আহ্বান জানিয়েছেন। তবে ইসিবি ওই আহ্বান প্রত্যাখ্যান করেছে।

ব্রিটেনের রাজনৈতিক দল লেবার পার্টির এমপি টোনিয়া আন্তোনিয়াজ্জি ওই চিঠি পেশ করেছেন। চিঠিতে স্বাক্ষর করেছেন অন্যান্য রাজনৈতিক দলের ১৬০ জন রাজনীতিবিদ। এর মধ্যে জেরেমি কর্বিন, লর্ড কিন্নক ও নিগেল ফ্রেগ আছেন।

আফগানিস্তানে ২০২১ সালে তালেবান ক্ষমতায় আসে। এরপর থেকে নারীদের খেলাধুলা বন্ধ করে দেওয়া হয়েছে। শিক্ষাসহ অন্যান্য মানবাধিকার থেকে বঞ্চিত হচ্ছেন তারা। দেশটিতে মেয়েদের সঙ্গে লিঙ্গ বৈষম্য হচ্ছে এবং তারা প্রত্যারণার শিকার হচ্ছেন বলে উল্লেখ করেছেন যুক্তরাজ্যের রাজনীতিকরা। তাদের দাবি, শুধু রাজনৈতিকভাবে নয় ক্রীড়াঙ্গনের মাধ্যমেও এই বৈষম্যের বিরুদ্ধে অবস্থান নেওয়া উচিত।

টোনিয়া আন্তোনিয়াজ্জি চিঠিতে লিখেছেন, ‘তালেবানের উত্থানে আফগানিস্তানে নারীদের প্রতি ভয়াবহ বৈষম্য ও অবিচার হচ্ছে। আমরা আন্তরিকভাবে চাই, ইসিবির ও ইংল্যান্ডের খেলোয়াড়রা এর বিরুদ্ধে শক্ত অবস্থান নিক ও দৃঢ় কণ্ঠে প্রতিবাদ করুক। আফগানিস্তানের বিপক্ষে আসন্ন ম্যাচ (চ্যাম্পিয়ন্স ট্রফি) ইসিবি বয়কট করুক, এমনটাই চাই আমরা। যাতে করে কঠোর বার্তা দেওয়া যায় যে, এমন অবিচার গ্রহণযোগ্য নয়। আফগানিস্তানের নারী ও মেয়েদের প্রতি যে লিঙ্গ বৈষম্য হচ্ছে এর বিরুদ্ধে আমাদের দাঁড়াতেই হবে।’

উত্তরে ইসিবির প্রধান নির্বাহী বলেছেন, ‘তালেবানের উত্থানে আফগানিস্তানে নারীদের প্রতি যে বৈষম্য হচ্ছে আমরা এর তীব্র প্রতিবাদ জানায়। আইসিসির সংবিধান অনুযায়ী, আইসিসির সদস্য দেশগুলো নারীদের ক্রিকেট এগিয়ে নিতে প্রতিশ্রুতিবদ্ধ। এর ব্যত্যয় হওয়ায় ইসিবি আফগানিস্তানের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ খেলছে না। এর বাইরে কোন স্বতন্ত্র বোর্ড বয়কটমূলক ব্যবস্থা না নিয়ে আইসিসি সামগ্রীকভাবে কোন সিদ্ধান্ত নিলে সেটাই বেশি কার্যকরী হবে।’

নারী অধিকার প্রতিষ্ঠা না হওয়ায় ইংল্যান্ডের মতো অস্ট্রেলিয়াও আফগানিস্তান পুরুষ দলের বিপক্ষে কোন দ্বিপাক্ষিক সিরিজ খেলছে না। তবে আইসিসির টুর্নামেন্টে একে অপরের মুখোমুখি হচ্ছে। আফগানিস্তানে তালেবান সরকার আসার পর ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া আইসিসির সর্বশেষ দুই টুর্নামেন্ট ওয়ানডে ও টি-২০ বিশ্বকাপে রশিদ খানদের বিরুদ্ধে ম্যাচ খেলেছে। এর মধ্যে ২০২৩ আসরের ওয়ানডে বিশ্বকাপে ইংল্যান্ডকে হারিয়ে দেয় আফগানরা।

আরও পড়ুন

×