ঢাকা মঙ্গলবার, ১৪ জানুয়ারি ২০২৫

বিশ্বকাপ বাছাইয়ে ইংল্যান্ডের রণকৌশল: টুখেলের নতুন মিশন

বিশ্বকাপ বাছাইয়ে ইংল্যান্ডের রণকৌশল: টুখেলের নতুন মিশন

ছবি- সংগৃহীত

তরিকুল ইসলাম রাজন

প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৫ | ২০:২৯ | আপডেট: ১০ জানুয়ারি ২০২৫ | ২১:৩৫

ইংল্যান্ডের ফুটবল এখন এক নতুন অধ্যায়ের সামনে। নতুন কোচ টমাস টুখেল দায়িত্ব গ্রহণের পরপরই মাঠে নেমে পড়েছেন তার পরিকল্পনা সাজাতে। সদ্য সাবেক কোচ গ্যারেথ সাউথগেটের নেতৃত্বে সফল আট বছর পার করার পর, টুখেলের সামনে রয়েছে একটি নতুন দলে রূপান্তরের চ্যালেঞ্জ। তার লক্ষ্য ২০২৬ বিশ্বকাপের জন্য একটি শক্তিশালী দল গঠন।

জার্মান এই কৌশলী কোচ ইতোমধ্যেই প্রিমিয়ার লিগের চারটি ম্যাচে উপস্থিত থেকে খেলোয়াড়দের পারফরম্যান্স পর্যবেক্ষণ করেছেন। মার্চে আসন্ন আলবেনিয়ার বিপক্ষে প্রথম ম্যাচের আগে টুখেলকে গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত নিতে হবে। তবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ থাকবে ইংল্যান্ড দলের গঠন এবং তার রণকৌশল।

বাঁ-দিকের রক্ষণভাগে শূন্যতা: টুখেলের সামনে অন্যতম বড় চ্যালেঞ্জ বাঁ-দিকের রক্ষণভাগে একজন নির্ভরযোগ্য খেলোয়াড় খুঁজে বের করা। লুক শ এবং বেন চিলওয়েল- দুই মূল খেলোয়াড়ই ফর্মহীন এবং ইনজুরির শিকার। শ সামান্য ইনজুরি কাটিয়ে ফেরার চেষ্টা করলেও চিলওয়েল মৌসুমে খুব কমই মাঠে নামার সুযোগ পেয়েছেন।  

এই সংকট কাটাতে নিউক্যাসলের লুইস হল এবং ইপসউইচের লেইফ ডেভিসের দিকে নজর দিয়েছেন টুখেল। বিশেষ করে ডেভিস, ২৫ বছর বয়সী এই উইং ব্যাক তার ক্লাবের অন্যতম নির্ভরযোগ্য খেলোয়াড় হিসেবে চারটি গোলে অবদান রেখেছেন।

লিয়াম ডেলাপের জন্য সুযোগ? : স্ট্রাইকার পজিশনে তরুণ লিয়াম ডেলাপ ইতোমধ্যেই প্রিমিয়ার লিগে নজর কেড়েছেন। ২১ বছর বয়সী এই ফুটবলার বর্তমানে প্রিমিয়ার লিগে ইংল্যান্ডের সর্বোচ্চ স্কোরিং ফরোয়ার্ডদের একজন। ১৯ ম্যাচে ১০ গোলের পাশাপাশি বেশ কিছু গোলের সুযোগ তৈরি করেছেন। তার ফর্ম অব্যাহত থাকলে হ্যারি কেনের বিকল্প হিসেবে তাকে বিবেচনা করতে পারেন টুখেল।

রণকৌশলের প্রশ্ন: টুখেলের কৌশলগত বহুমুখিতা তাকে বিশ্বের সেরা কোচদের একজন হিসেবে প্রতিষ্ঠিত করেছে। তবে ইংল্যান্ড দলে কোন ফরমেশনে তিনি খেলবেন, সেটি এখনও অনিশ্চিত। সাউথগেটের সময়ে তিনজন ডিফেন্ডারের ফরমেশন জনপ্রিয় ছিল, কিন্তু টুখেল বরুশিয়া ডর্টমুন্ড এবং পিএসজিতে ৪-২-৩-১ এবং ৪-৩-৩ ফরমেশনে সফল হয়েছেন।  

ইংল্যান্ডের বিপুল আক্রমণাত্মক শক্তিকে কাজে লাগাতে চাইলে টুখেলকে দলে ভারসাম্য আনতে হবে। তবে বাঁ-পাশের ডিফেন্ডার এবং উইং-ব্যাকের অভাব তার জন্য একটি বড় বাধা হয়ে দাঁড়াবে।

Palmer

ফোডেন নাকি পামার?: ইংল্যান্ডের আক্রমণভাগে ফিল ফোডেনের জায়গা চ্যালেঞ্জের মুখে পড়েছে। ইউরো ২০২৪-এ ফোডেনের ফর্ম নিয়ে সমালোচনা হলেও চেলসির কোলে পামার দুর্দান্ত ফর্মে আছেন। পামারের পারফরম্যান্সে টুখেলের আস্থা থাকলেও ফোডেনকে দলে জায়গা পেতে আরও কঠোর পরিশ্রম করতে হবে।  

সানচোর প্রত্যাবর্তন?: ম্যানচেস্টার ইউনাইটেড থেকে চেলসিতে চলে এসে জাদন সানচো আবার নিজেকে প্রমাণ করার সুযোগ পাচ্ছেন। তার বর্তমান ফর্ম তাকে জাতীয় দলে ফিরিয়ে আনার একটি সুযোগ তৈরি করেছে। সানচো যদি এই ফর্ম ধরে রাখতে পারেন, তবে মার্চে তাকে দলে দেখা যেতে পারে।

বেন হোয়াইটের সমস্যা সমাধান: আর্সেনালের ডিফেন্ডার বেন হোয়াইট দীর্ঘদিন ধরে জাতীয় দল থেকে নিজেকে দূরে রেখেছেন। টুখেল ইতোমধ্যেই তার সঙ্গে যোগাযোগ করার পরিকল্পনার কথা জানিয়েছেন। যদি হোয়াইট তার সিদ্ধান্ত পরিবর্তন করেন, তবে তিনি হতে পারেন ইংল্যান্ডের রক্ষণভাগে একটি গুরুত্বপূর্ণ সংযোজন।

ইংল্যান্ডের নতুন দিশা: নতুন কোচ টমাস টুখেল ইংল্যান্ডের দলকে একটি নতুন দিশায় পরিচালিত করার লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছেন। অভিজ্ঞতার মিশ্রণ এবং তরুণ প্রতিভা দিয়ে তৈরি করা দল কেমন পারফর্ম করে, তা নির্ধারণ করবে আসন্ন বিশ্বকাপের ভাগ্য। তবে এর জন্য টুখেলকে নিতে হবে বেশ কিছু কঠিন সিদ্ধান্ত, যা হতে পারে ইংল্যান্ড ফুটবলের ভবিষ্যৎ গড়ার প্রধান চাবিকাঠি।

আরও পড়ুন

×