ঢাকা মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি ২০২৫

বিপিএল আরও ভালো হতে পারত, ফাহিমের স্বীকারোক্তি 

বিপিএল আরও ভালো হতে পারত, ফাহিমের স্বীকারোক্তি 

বিসিবি পরিচালক ও বিপিএল গর্ভনিং কাউন্সিলের সদস্য নাজমুল আবেদিন ফাহিম। ছবি: ফাইল

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২৫ | ১৬:৪৫

চলতি বিপিএলে বেশ ভালো রান হচ্ছে। তবে মানসম্মত ক্রিকেটার আনতে না পারা, খেলোয়াড়দের পারিশ্রমিক পরোশোধ না করা, ব্যক্তিগত আক্রমণ বা আক্রোশ ও স্পট ফিক্সিংয়ের শঙ্কার কারণে বিতর্কিত হয়ে গেছে বিপিএল। সমকালকে সাক্ষাৎকারে বিপিএলের গর্ভনিং কাউন্সিলের সদস্য নাজমুল আবেদিন ফাহিম জানান, বিপিএল আরও ভালো হতে পারত। 

বিপিএলের বিতর্ক নিয়ে তিনি জানান, বিপিএল শুরুর আগে কিছু বিষয় নিয়ে তাদের শঙ্কা ছিল। কিন্তু যে বিষয়গুলো নিয়ে বিতর্ক হচ্ছে, সেগুলো নিয়ে শঙ্কা ছিল না তাদের, ‘বিপিএলের কয়েকটি ব্যাপার নিয়ে আমাদের শঙ্কা ছিল। যে বিষয়গুলো নিয়ে আলোচনা হচ্ছে, সেগুলো নিয়ে এতটা শঙ্কা ছিল না।’ 

শঙ্কার জায়গা নিয়ে ফাহিম বলেন, ‘শঙ্কা ছিল যে উইকেট কেমন হয়। ধন্যবাদ, উইকেট খুব ভালো হয়েছে। খেলোয়াড়দের পেমেন্ট অনেক ফ্র্যাঞ্চাইজি হয়তো ঠিকঠাক দিচ্ছে না। আমরা দেখেছি, পেমেন্ট নিয়ে সমস্যা হচ্ছে। মাঠে খেলার স্প্রিট নিয়ে প্রশ্ন উঠছে। এগুলো না হলে আরও ভালো হতে পারত।’

পারিশ্রমিক ও স্পট ফিক্সিং সংক্রান্ত সমস্যা দুটি ফ্র্যাঞ্চাইজির কারণে কিনা এমন প্রশ্নে ফাহিম জানান, এ বিষয়ে তিনি সরাসরি মন্তব্য করতে পারবেন না। তবে বিতর্কিত বিষয়গুলো তাদের নজরে আছে। 

তিনি বলেন, ‘যেদিকে ইঙ্গিত করা হচ্ছে, সেটা খুব স্পর্শকাতর ব্যাপার। এই বিষয়ে সরাসরি মন্তব্য করতে পারি না। তবে বিষয়গুলোতে আমাদের চোখ আছে। আমাদের দুর্নীতি দমন বিভাগ সব কিছু খেয়াল করছে। এটা সব দেশেই খেয়াল করে। আমরা কোনো প্রমাণ পেলে ব্যবস্থা নেব। প্রমাণ ছাড়া কোনো মন্তব্য করলে ভুল হবে।’

আরও পড়ুন

×