৯ নম্বরে ধোনি, চেন্নাইয়ের সিদ্ধান্তে সমর্থকদের অসন্তোষ

ছবি- সংগৃহীত
সমকাল ডেস্ক
প্রকাশ: ২৯ মার্চ ২০২৫ | ১৬:৩১
চিপকের দুর্গে চেন্নাই সুপার কিংসের (সিএসকে) এমন হার কল্পনা করতে পারেননি অনেকেই। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে ৫০ রানে পরাজয়ের পর সমর্থকদের হতাশার মূল কারণ হয়ে উঠেছে ধোনির ৯ নম্বরে ব্যাটিংয়ে নামা। দলের সংকটময় মুহূর্তে কেন অভিজ্ঞ এই ফিনিশারকে আগে নামানো হয়নি, তা নিয়ে প্রশ্ন তুলেছেন সাবেক ক্রিকেটার থেকে শুরু করে সাধারণ সমর্থকরাও।
টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় চেন্নাই। ব্যাটিংয়ে নেমে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ৭ উইকেটে তোলে ১৯৬ রান। ২৬ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে চেন্নাই। ১০০ রানের গণ্ডি পার করার আগেই তারা হারিয়ে ফেলে ৭ উইকেট। ব্যাটিং অর্ডারের এমন ধসের পরও কেন ধোনিকে আগে পাঠানো হয়নি, সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। শেষ পর্যন্ত ৯ নম্বরে নেমে মাত্র ১০ বলে অপরাজিত ৩০ রান করেন ধোনি। তাতে পরাজয়ের ব্যবধানটুকুই কমে, ৮ উইকেট হারিয়ে ১৪৬ রানেই থামে সিএসকে।
সাবেক ভারতীয় ক্রিকেটার রবীন উথাপ্পা এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে লেখেন, ‘আরসিবির দারুণ জয়! চিপকে এমন জয় তাদের আত্মবিশ্বাস বাড়াবে। কিন্তু ধোনির ৯ নম্বরে ব্যাটিং করা মোটেও যুক্তিসঙ্গত নয়। তিনি যদি উপরের দিকে নামেন, তাহলে সিএসকের নেট রানরেটেরও উন্নতি হবে।’
উথাপ্পার পাশাপাশি ভারতের আরেক সাবেক ক্রিকেটার ইরফান পাঠানও সমালোচনা করেছেন। তিনি এক্সে লেখেন, ‘আমি কখনোই ধোনিকে ৯ নম্বরে ব্যাটিং করতে দেখার পক্ষপাতী নই। এটা দলের জন্যও সঠিক সিদ্ধান্ত ছিল না।’
শুধু সাবেক ক্রিকেটাররাই নন, সিএসকে টিম ম্যানেজমেন্টের এই সিদ্ধান্ত নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন সমর্থকরাও। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই মনে করছেন, দলের গুরুত্বপূর্ণ মুহূর্তে ধোনিকে আগে পাঠানো হলে ম্যাচের ফলাফল ভিন্ন হতে পারত।
- বিষয় :
- চেন্নাই সুপার কিংস
- মহেন্দ্র সিং ধোনি