ধোনিদের হারিয়ে শাস্তি পেলেন ভারতের তরুণ ক্রিকেটার

ছবি- সংগৃহীত
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ৩১ মার্চ ২০২৫ | ১৭:৩৫
চলতি আইপিএলে চেন্নাই সুপার কিংসকে হারিয়ে প্রথম জয় পেয়েছে রাজস্থান রয়্যালস। তবে দলের অধিনায়ক রিয়ান পরাগকে সেই জয়ের পর গুনতে হলো জরিমানা। স্লো ওভার রেটের কারণে তাকে ১২ লাখ রুপি জরিমানা করা হয়েছে।
রোববার রাতে গুয়াহাটিতে অনুষ্ঠিত ম্যাচে দুই হারের পর রাজস্থান জয় পেলেও অধিনায়ক পরাগ পেলেন শাস্তি। চলতি আসরে এটি দ্বিতীয়বার, যখন কোনও অধিনায়ক স্লো ওভার রেটের জন্য শাস্তির মুখে পড়লেন। এর আগে মুম্বাই ইন্ডিয়ান্সের হার্দিক পান্ডিয়াও একই কারণে শাস্তি পেয়েছিলেন। তবে এবারের সংশোধিত নিয়ম অনুযায়ী অধিনায়কের নিষেধাজ্ঞা না থাকলেও জরিমানা এবং ফিল্ডিং সীমাবদ্ধতার শাস্তি কার্যকর হচ্ছে।
রাজস্থান রয়্যালসের এই ম্যাচে তিন ফাস্ট বোলার দিয়ে ১১ ওভার করানোয় নির্ধারিত সময়ের মধ্যে ইনিংস শেষ করতে ব্যর্থ হয় দলটি। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৮২ রান করে রাজস্থান। পরে শেষ ওভারে দুর্দান্ত বোলিং করে চেন্নাইকে ১৯ রান নিতে দেয়নি তারা, ফলে ৬ রানের জয় পায় রাজস্থান রয়্যালস।
উল্লেখ্য, রাজস্থানের নিয়মিত অধিনায়ক সাঞ্জু স্যামসন আঙুলের চোটের কারণে দলের নেতৃত্ব দিতে পারছেন না। তবে তিনি কেবল ব্যাটসম্যান হিসেবে খেলছেন। তার অনুপস্থিতিতে পরাগকে প্রথম তিন ম্যাচের জন্য অধিনায়কত্বের দায়িত্ব দেওয়া হয়েছিল।
- বিষয় :
- রাজস্থান রয়্যালস
- আইপিএল
- চেন্নাই সুপার কিংস