আইপিএলের জন্য এখনও ছাড়পত্র চাননি মুস্তাফিজ

দিল্লির জার্সিতে মুস্তাফিজুর
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ১৪ মে ২০২৫ | ১৭:৫৫ | আপডেট: ১৪ মে ২০২৫ | ১৮:১৬
শেষ মুহূর্তে দিল্লি ক্যাপিটালসের স্কোয়াডে নাম ওঠার খবর ছড়িয়ে পড়লেও এখনো নিশ্চিত নয় মুস্তাফিজুর রহমানের আইপিএল খেলা। কারণ, আইপিএল, দিল্লি ক্যাপিটালস কিংবা ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)—কেউই এখনো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে আনুষ্ঠানিক কোনো ছাড়পত্র চেয়ে আবেদন আসেনি।
নিয়ম অনুযায়ী, কোনো বিদেশি ক্রিকেটারকে দলে নিতে হলে সংশ্লিষ্ট ক্রিকেট বোর্ডের কাছে ছাড়পত্র চেয়ে আবেদন করতে হয় ফ্রাঞ্চাইজিকে । সেই প্রক্রিয়া এখনো শুরু না হওয়ায় মুস্তাফিজের এবারের আসরে খেলা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। বিসিবি ক্রিকেট অপারেশন্স ম্যানেজার শাহরিয়ার নাফিস সমকালকে জানিয়েছেন, ‘আমাদের কাছে মুস্তাফিজ বা তার হয়ে কেউ ছাড়পত্র চাননি। ছাড়পত্রের আবেদন পেলে সেটি বিবেচনা করে সিদ্ধান্ত জানানো হবে।’
দিল্লি ক্যাপিটালস ৬ কোটি রুপিতে মুস্তাফিজকে দলে নেওয়ার কথা জানালেও তার আইপিএলে খেলার জন্য বোর্ড ছাড়পত্র পাওয়া এখনো বাকি। ফলে বলা যায়, ‘দ্য ফিজ’-এর এবারের আইপিএল ভাগ্য এখনো ঝুলে আছে।
এদিকে, চলতি মাসের ১৭ তারিখ থেকে শুরু হচ্ছে আইপিএলের বাকি অংশ। দিল্লি তাদের প্রথম ম্যাচ খেলবে ১৮ মে, প্রতিপক্ষ গুজরাট টাইটানস। তবে এর আগের দিনই সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে টি–টোয়েন্টি সিরিজে মাঠে নামবে বাংলাদেশ। ওই সিরিজের স্কোয়াডে রয়েছেন মুস্তাফিজও। তাই বলা যায়, আরব আমিরাত সিরিজ শেষ করার আগে আইপিএলে যাওয়া হচ্ছে না মুস্তাফিজের। ছাড়পত্র পেলে পাকিস্তান সিরিজেও থাকা হবে না বাঁহাতি এই পেসারের।
এর আগে, চলমান আইপিএলের জন্য ব্যক্তিগত কারণে সরে দাঁড়ানো জ্যাক ফ্রেজার-ম্যাকগার্কের জায়গায় বিকল্প হিসেবে মুস্তাফিজকে দলে নেয় দিল্লি ক্যাপিটালস। যদিও এই চুক্তি শুধুই চলতি আসরের বাকি অংশের জন্য, পরের মৌসুমে তাকে ধরে রাখতে পারবে না দলটি।
মুস্তাফিজের আইপিএল ক্যারিয়ারও বেশ সমৃদ্ধ। ২০১৬ সালে সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে অভিষেকের পর মুম্বাই ইন্ডিয়ান্স, রাজস্থান রয়্যালস, দিল্লি ক্যাপিটালস এবং সর্বশেষ ২০২৪ সালে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলেছেন তিনি।
৫৭টি ম্যাচে ৬১ উইকেট শিকার করা এই বাঁহাতি পেসার আন্তর্জাতিক টি–টোয়েন্টিতেও সফল। বাংলাদেশের হয়ে খেলেছেন ১০৬ ম্যাচ, নিয়েছেন ১৩২ উইকেট।
সব মিলিয়ে বড় অঙ্কের আর্থিক চুক্তিতে আইপিএলে নাম লেখালেও মাঠে নামার আগে শেষ কথা বলবে বিসিবি। এখন দেখার বিষয়, শেষ পর্যন্ত ছাড়পত্র আসে কি না।
- বিষয় :
- আইপিএল
- দিল্লি ক্যাপিটালস
- মুস্তাফিজুর রহমান