ঢাকা শনিবার, ১৪ জুন ২০২৫

প্রথম ওভারেই রোহিতকে ফেরালেন মুস্তাফিজ

প্রথম ওভারেই রোহিতকে ফেরালেন মুস্তাফিজ

দিল্লির জার্সিতে মুস্তাফিজ। ছবি: ফাইল

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২১ মে ২০২৫ | ২০:৩১

প্লে অফে টিকে থাকার লড়াইয়ে নেমেছে দিল্লি ক্যাপিটালস। মুম্বাই ইন্ডিয়ান্সেরও একই চ্যালেঞ্জ। গুরুত্বপূর্ণ ওই ম্যাচে বল হাতে নিয়েই উইকেট নিয়েছেন মুস্তাফিজুর রহমান। ফিরিয়েছেন মুম্বাইয়ের মারকুটে ব্যাটার রোহিত শর্মাকে। 

মুস্তাফিজের দল দিল্লি টস জিতে বোলিং নেয়। ইনিংসের তৃতীয় ওভারে বোলিং করতে আসেন মুস্তাফিজ। নিজের করা দ্বিতীয় বলেই ৫ বলে ৫ রান করা রোহিত শর্মাকে ক্যাচে পরিণত করেন। প্রথম ওভারে মাত্র ৩ রান দেন তিনি।

পরের ওভারে বোলিং এসে অবশ্য মুস্তাফিচ ১২ রান খরচা করেন। তবে ওই ওভারেও তার কাটারের জাদুতে দু’বার উইকেট নেওয়ার সুযোগ তৈরি করেন তিনি।  

মুম্বাইয়ের ঘরের মাঠ ওয়াংখেড়ে স্টেডিয়ামে আজ হারলেই আসর থেকে বিদায় লেখা হয়ে যাবে দিল্লির। জিতলে টিকে থাকবে প্লে অফের আশা। 

টুর্নামেন্টে দিল্লি ১২ ম্যাচ খেলে ১৩ পয়েন্ট তুলেছে। সমান ম্যাচে ১৪ পয়েন্ট মুম্বাইয়ের। দিল্লির বিপক্ষে মুম্বাই জিতলে ১৬ পয়েন্ট হয়ে যাবে রোহিত শর্মাদের। সেক্ষেত্রে শেষ ম্যাচে পাঞ্জাব কিংসের বিপক্ষে দিল্লি জিতলেও বিদায় নিতে হবে। 

অন্যদিকে দিল্লি জয় পেলে মুম্বাইকে হটিয়ে চারে উঠে যাবেন মুস্তাফিজরা। তবে মুম্বাইয়ের বিপক্ষে জিতলে প্লে অফ নিশ্চিত নয় দিল্লির। শেষ ম্যাচে পাঞ্জাবের বিপক্ষেও জিততে হবে। অথবা শেষ ম্যাচেও মুম্বাইয়ের হার প্রার্থনা করতে হবে। চলতি আসরে এরই মধ্যে গুজরাট, বেঙ্গালুরু ও পাঞ্জাব প্লে অফ নিশ্চিত করেছে।
 

আরও পড়ুন

×