ঢাকা বুধবার, ২৫ জুন ২০২৫

শুরু হচ্ছে কুল-বিএসজেএ মিডিয়া কাপ ফুটবল 

শুরু হচ্ছে কুল-বিএসজেএ মিডিয়া কাপ ফুটবল 

মিডিয়া কাপ ফুটবলের জার্সি উন্মোচন। ছবি: সংবাদ বিজ্ঞপ্তি

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ২৪ মে ২০২৫ | ১৯:১৫

সোমবার শুরু হচ্ছে কুল-বিএসজেএ মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্ট। এতে ৩২টি মিডিয়া হাউজ অংশ নেবে। শনিবার অলিম্পিক অ্যাসোসিয়েশন-এর অডিটোরিয়ামে সংবাদ সম্মেলনে মিডিয়া কাপ ফুটবলের ড্র, গ্রুপিং, ট্রফি ও জার্সি উন্মোচন অনুষ্ঠিত হয়েছে। 

টুর্নামেন্টে অংশ নেওয়া দলগুলোকে ৮ গ্রুপে ভাগ করা হবে। ৮ গ্রুপের চ্যাম্পিয়ন দল কোয়ার্টার ফাইনালে যাবে। পরবর্তীতে নকআউট ভিত্তিতে সেমিফাইনাল ও ফাইনাল দিয়ে ৩১ মে টুর্নামেন্ট শেষ হবে। ম্যাচগুলো ঢাকা স্টেডিয়াম সংলগ্ন পল্টন ময়দানে আয়োজন করা হবে। 

টুর্নামেন্টের পৃষ্ঠপোষক স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের হেড অফ মার্কেটিং ডক্টর জেসমিন জামান বলেন, এই টুর্নামেন্ট সাংবাদিকদের জন্য একটা মিলনমেলা। প্রতিযোগিতার চেয়ে ভ্রাতৃত্বপূর্ণ মনোভাব দেখা বেশি আনন্দের। স্কয়ার গ্রুপ এই টুর্নামেন্টের সঙ্গে ছিল ভবিষ্যতেও থাকবে। 

জাতীয় দলের সাবেক ফুটবলার ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের হেড কোচ আলফাজ আহমেদ বলেন, সাংবাদিকদের সঙ্গে আমাদের আলাদা আন্তরিকতা রয়েছে। তারা আমাদের চেনা-জানা। তাদের খেলতে দেখলে ভালোই লাগে।

বিএসজেএ’র সভাপতি আরিফুর রহমান বাবু বলেন, সাংবাদিকরা সারাবছর কর্মব্যস্ত থাকেন। তাদের জন্য খেলার দারুণ একটা সুযোগ এই টুর্নামেন্ট। দীর্ঘদিন টুর্নামেন্টটির সঙ্গে আছে স্কয়ার গ্রুপ। তারা না থাকলে এটি আয়োজন করা সম্ভব হতো না।  

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএসজেএ’র সাধারণ সম্পাদক এসএম সুমন, টুর্নামেন্ট কমিটির আহবায়ক রায়হান আল মুঘনী, সদস্য সচিব ইয়াসিন হাসান রাব্বি ও বিএসজেএ’র যুগ্ম সম্পাদক আরাফাত জোবায়ের প্রমূখ। সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন

×