ঢাকা মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫

ক্যাচ ফেললে ম্যাচ জেতা যাবে না: পাপন

ক্যাচ ফেললে ম্যাচ জেতা যাবে না: পাপন

ছবি: টুইটার

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ০৫ মার্চ ২০২২ | ১০:১১ | আপডেট: ০৫ মার্চ ২০২২ | ১০:২১

আফগানিস্তানের বিপক্ষে সিরিজ নিশ্চিত করার ম্যাচে তিন ক্যাচ ফেলে ৮ উইকেটে হেরেছে বাংলাদেশ। ম্যাচ শেষে ক্যাচ মিস করায় ক্ষোভ প্রকাশ করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। তিনি মনে করেন, এমন সহজ ক্যাচ মিস করলে কোন ম্যাচই জেতা যাবে না।

শিরোপা প্রদান অনুষ্ঠান শেষে সংবাদ মাধ্যমকে পাপন বলেন, ‘যত কিছু করেন না কেন, ক্যাচ ধরতে না পারলে ম্যাচ জিততে পারব না। ক্যাচ ধরতে হবে। আমাদের সেরা ফিল্ডাররা ক্যাচ ফেলছে। বিশ্বকাপেও আমরা অনেক ক্যাচ ফেলেছি। টি-২০ জেতার জন্য যেমন রান করা দরকার তা করতে পারছি না।’

পাপন জানান, এই টি-২০ ফরম্যাট থেকে তারা অনেক কিছু শিখেছেন। তিনি বাজে ফিল্ডিং নিয়ে টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজনের সঙ্গে কথা বলেছেন বলেও উল্লেখ করেন, ‘সুজনকে জিজ্ঞেস করলাম, আমরা ক্যাচ প্যাকটিস করি না। ও বলল, হ্যাঁ করি। এরাই তো ভালো ক্যাচ ধরে। আজও সহজ মিস হয়েছে। এগুলো কেন হচ্ছে বুঝতে পারছি না।’

বিসিবি বস জানান, ক্যাচ নিয়ে দলের সৎভাবে গভীরে গিয়ে কাজ করা দরকার। ক্যাচ মিসের পেছনে কোচ বা বোর্ডের দায় নেই বলেও মনে করেন তিনি, ‘ফিল্ডিং কোচকে (রায়ান কুক) বিদেশ থেকে আনা হলো। আমাদের মতে তিনি খুবই ভালো কোচ। আপনারা (সাংবাদিক) বললেন, দেশের কোচরা নাকি আরও ভালো। এখন দেশি কোচ দিয়েছি। তাও হচ্ছে না। সমস্যা কোথায়, আপনারা কেন বলছেন জানি না। আমার কথা সিম্পল, ক্যাচ ধরতে হবে ওটা ক্রিকেটারের দায়িত্ব। ম্যানেজমেন্ট কিংবা কোচ দায়ী নন।’

টি-২০ ক্রিকেট নিয়ে আরও অনেক কাজ করার আছে বলেও স্বীকার করেন পাপন। নাঈম-সৌম্যদের সুযোগ দেওয়া হয়েছে। মুনিম-ইয়াসিরদের তৈরি করা হচ্ছে বলেও উল্লেখ করেন বোর্ড সভাপতি। তার মতে, আইপিএল ও বিগ ব্যাশের পরে সেরা টি-২০ লিগ বিপিএল। এই লিগের মাধ্যমেই আফিফ হোসেন, মুনিম শাহরিয়ার, শেখ মাহেদি, শরিফুল ইসলামদের মতো ক্রিকেটার উঠে এসেছেন।

আরও পড়ুন

×