এটুআই বিলের সংশোধন চায় তথ্যপ্রযুক্তির ৫ সংগঠন

ছবি: সমকাল
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১০ জুলাই ২০২৩ | ১৭:১৮ | আপডেট: ১০ জুলাই ২০২৩ | ১৭:১৮
সম্প্রতি জাতীয় সংসদে পাস হওয়া এজেন্সি টু ইনোভেট (এটুআই) বিলের প্রয়োজনীয় সংশোধন ও পরিমার্জনের দাবি করেছে দেশের তথ্যপ্রযুক্তি বিষয়ক পাঁচটি বাণিজ্য সংগঠন। সোমবার এক সংবাদ সম্মেলনে তারা এই দাবি জানায়।
অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিস (বেসিস), কম্পিউটার সমিতি (বিসিএস), অ্যাসোসিয়েশন অব কনট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং (বাক্কো), ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশন (আইএসপিএবি) এবং ই-কমার্স অ্যাসোসিয়েশেন অব বাংলাদেশ (ই-ক্যাব) যৌথভাবে ঢাকার কাওরান বাজারের বেসিস কার্যালয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে। সংবাদ সম্মেলন বেসিস সভাপতি রাসেল টি আহমেদ, বাক্কো সভাপতি ওয়াহিদ শরীফ, আইএসপিএবি সভাপতি মো. ইমদাদুল হক, ই-ক্যাবের সাধারণ সম্পাদক মুহাম্মদ আব্দুল ওয়াহেদ তমাল এ সময় উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে বলা হয়, এটুআই বিল ২০২৩ এর ২১ ধারায় বর্ণিত কোম্পানি গঠনের ক্ষমতা সম্পূর্ণরূপে রহিত করার পাশাপাশি অন্যান্য সাংঘর্ষিক ধারার প্রয়োজনীয় সংশোধন করে বিলটি পুণর্মুদ্রণ করতে হবে।
এ সময় বলা হয়, জাতীয় সংসদে পাসের আগে তথ্যপ্রযুক্তি খাতের ৫টি সংগঠন এটুআই বিলের ১৩টি ধারা ও ১৫টি উপধারায় প্রয়োজনীয় সংশোধনের প্রস্তাব করে। এর মধ্য ছিল এজেন্সি প্রয়োজনীয় কোম্পানি গঠন করতে পারবে না। সংসদীয় স্থায়ী কমিটির সঙ্গে বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্তও হয়েছিল। পাসকৃত বিলে এই ধারা রয়ে গেছে। ফলে এটুআই যেকোনো ধরনের কোম্পানি গঠন করে যে কোন সেবা দিতে পারবে। এই ধারা ইন্ডাস্ট্রির সাথে ভীষণভাবে সাংঘর্ষিক। তাই এই বিলের প্রয়োজনীয় সংশন শেষে পুনমুদ্রন করতে হবে।