ঢাকা শনিবার, ২৫ জানুয়ারি ২০২৫

ব্যাংকিং পরিষেবায় দেশের ফ্লোরা সিস্টেমস

ব্যাংকিং পরিষেবায় দেশের ফ্লোরা সিস্টেমস

ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংকের ডিজিটাল রূপান্তরের ফ্লোরা সিস্টেমস

আইসিটি ডেস্ক

প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৪ | ১৮:১৪

ব্যাংকিং সফটওয়্যার সেবাদাতা ফ্লোরা সিস্টেমস এখন থেকে ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স (এনসিসি) ব্যাংকের ডিজিটাল রূপান্তরের কাজ করবে। ইতোমধ্যে দ্বিপক্ষীয় চুক্তি সম্পন্ন করেছে উদ্যোক্তারা।

চুক্তির আওতায় এনসিসি ব্যাংকের প্রযুক্তিগত অবকাঠামোকে মানোন্নত করতে কাজ করবে ফ্লোরা, যা গ্রাহককে সুরক্ষিত ও নিরবচ্ছিন্ন ব্যাংকিং পরিষেবার অভিজ্ঞতা নিশ্চিত করবে।

ডিজিটাল রূপান্তর কার্যক্রম উদ্বোধন করেন এনসিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম. শামসুল আরেফিন ও ফ্লোরা সিস্টেমসের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোস্তাফা রফিকুল ইসলাম।

এনসিসি ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. মাহবুব আলম, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও এন্টারপ্রাইজ অ্যাপ্লিকেশনের প্রধান মো. সাজ্জাদুল ইসলাম, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও চিফ ইনফরমেশন অফিসার মোহাম্মদ আনিসুর রহমান ও শেখ শাহাদাত হোসেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

চুক্তির আওতায় ফ্লোরা সিস্টেমসের ফ্লোরা ব্যাংক কোর ব্যাংকিং সিস্টেম (সিবিএস) সফটওয়্যার দিয়ে এনসিসি ব্যাংকের ব্যাংকিং পরিষেবা পরিচালিত হবে। সিবিএস হালনাগাদ সংস্করণ ব্যাংকের সেবার মান, দক্ষতা ও নিরাপত্তা বাড়াবে।

ফ্লোরা সিস্টেমস সূত্রে জানা গেছে, ফ্লোরা ব্যাংক কোর ব্যাংকিং সিস্টেমের (সিবিএস) ১৮.৪ থেকে ২২.৪ সংস্করণে উন্নীত করে এনসিসি ব্যাংকের সব ধরনের কোর ব্যাংকিং পরিষেবা পরিচালনা করবে। নতুন সংস্করণ ব্যাংকের সেবার মান, দক্ষতা ও নিরাপত্তা বাড়াবে, যা গ্রাহকসেবায় ব্যাংকের প্রতিশ্রুতির প্রতিফলন। ডিজিটাল রূপান্তর উদ্যোগে ফ্লোরা সিস্টেমসের সঙ্গে এনসিসি ব্যাংকের ডিজিটাল সক্ষমতা সমৃদ্ধ হবে। অন্যদিকে, গ্রাহক প্রযুক্তিভিত্তিক মানোন্নত ব্যাংকিং পরিষেবার সুবিধা নিতে পারবেন।

প্রসঙ্গত, ফ্লোরা ব্যাংক সিবিএস মূলত ব্যাংকিং সফটওয়্যার। স্থানীয় উদ্যোগে তৈরি এ সফটওয়্যার বর্তমানে আটটির বেশি ব্যাংকে পূর্ণাঙ্গ সিবিএস হিসেবে, সাতটি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে ডিজিটাল পরিষেবা দিতে কাজ করছে।

আরও পড়ুন

×