আইএসপিকে তথ্যপ্রযুক্তি পরিষেবা খাতের অন্তর্ভুক্তির দাবি

প্রযুক্তি প্রতিদিন প্রতিবেদক
প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২২ | ১২:০০ | আপডেট: ০৬ ফেব্রুয়ারি ২০২২ | ২৩:২৮
ব্রডব্যান্ড ইন্টারনেট সেবাদাতাদের তথ্যপ্রযুক্তি পরিষেবা (আইটিইএস) খাতের অন্তর্ভুক্তির দাবি জানিয়েছে এ খাতের বাণিজ্যিক সংগঠন ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি)। সম্প্রতি রাজধানীর আগারগাঁওয়ে আইসিটি টাওয়ারে আইসিটি প্রতিমন্ত্রীর সঙ্গে এক বৈঠকে এ দাবি জানিয়েছে সংগঠনটির নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটি। এ সময় কমিটির পক্ষ থেকে বৈদেশিক অনলাইন লেনদেনে সীমা তুলে দেওয়ার আহ্বান জানানো হয়। সংগঠনটির সভাপতি ইমদাদুল হক বলেন, এশিয়া প্যাসিফিক নেটওয়ার্ক ইনফরমেশন সেন্টার পেমেন্ট, ফেসবুক-গুগল-ইউটিউবের বিজ্ঞাপনের পেমেন্টসহ নানা কাজে অনলাইনে বৈদেশিক লেনদেন করতে হয়। কিন্তু নির্দিষ্ট পরিমাণের বাইরে চাইলেও পেমেন্ট করা যায় না। বৈঠকে এই সীমা তুলে দেওয়ার অনুরোধ করেন তিনি। এ ছাড়া হাইটেক পার্কে পপ বসানোর স্থান বরাদ্দসহ বেশকিছু প্রস্তাব তুলে ধরেন তিনি। আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এসব প্রস্তাব শুনে সহায়তার আশ্বাস দেন।
বৈঠক শেষে জুনাইদ আহমেদ সাংবাদিকদের বলেন, ২০২৫ সালের মধ্যে দেশের প্রতিটি গ্রামকে ফাইবার অপটিক্যাল কেবলে সংযুক্ত করে উচ্চগতিসম্পন্ন ইন্টারনেট সংযোগ পৌঁছে দেওয়া হবে। ইন্টারনেট সেবাদাতাদের জন্য রাউটার, সুইচ আমদানি করশূন্য করা এবং তাদের সেবাকে আইটিইএস সেবার অন্তর্ভুক্ত করতে রাজস্ব বোর্ডকে চিঠি দেওয়া হবে উল্লেখ করে তিনি বলেন, ইন্টারনেটে শিশুর নিরাপত্তা এবং ইন্টারনেট কনটেন্টে শৃঙ্খলা রাখতে আইএসপিএবির মাধ্যমে 'ডিজিটাল নেটওয়ার্ক ল্যাব' স্থাপনে আইসিটি বিভাগ সহযোগিতা করবে। আইএসপিএবি পরিচালক জাকির হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে আইসিটি বিভাগের সিনিয়র সচিব এনএম জিয়াউল আলম, হাইটেক পার্কের এমডি বিকর্ণ কুমার ঘোষ, মহাসচিব নাজমুল করিম ভূঁইয়া প্রমুখ উপস্থিত ছিলেন।
- বিষয় :
- আইটিইএস
- আইএসপিএবি
- তথ্যপ্রযুক্তি