ঢাকা রবিবার, ২২ জুন ২০২৫

প্রধানমন্ত্রীকে কটূক্তি করায় নোয়াখালীতে বিএনপি কর্মী গ্রেপ্তার

প্রধানমন্ত্রীকে কটূক্তি করায় নোয়াখালীতে বিএনপি কর্মী গ্রেপ্তার

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২০ | ০৯:৪২

নোয়াখালীর চাটখিলে ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটূক্তি করার অভিযোগে এক বিএনপি কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার নাম জিয়াউল করিম ফিরোজ (৪০)। তিনি পৌরসভার ছয়ানী টবগা মহল্লার মৃত নুরুল ইসলামের ছেলে ও উপজেলা বিএনপির কর্মী। মঙ্গলবার রাতে চাটখিল থানা পুলিশ তাকে পৌরসভার ছয়ানী টবগা এলাকা থেকে আটক করে। 

এ ঘটনায় ডিজিটাল নিরাপত্তা আইনে বুধবার সকালে মামলা দায়েরের পর তাকে গ্রেপ্তার দেখিয়ে বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

বুধবার বিকেলে গ্রেপ্তার জিয়াউল করিম ফিরোজকে নোয়াখালী জেলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের ১নং আমলি আদালতের জ্যেষ্ঠ বিচারিক হাকিম শোয়েব উদ্দিন খানের আদালতে হাজির করা হয়। শুনানি শেষে আদালত তার জামিন না-মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

চাটখিল থানার ওসি আনোয়ারুল ইসলাম ঘটনা নিশ্চিত করে বলেন, গত রোববার সকাল ৬টা ৫৯ মিনিটে জিয়াউল করিম ফিরোজ তার ফেসবুক আইডি থেকে প্রধানমন্ত্রীকে অশ্নীল ভাষায় গালমন্দ ও কটূক্তি করে একটি স্ট্যাটাস দেয়। ওই পোস্টটি ভাইরাল হলে এলাকাবাসীর নজরে আসে। খবর পেয়ে পুলিশ অনুসন্ধানে নামে। ঘটনার সত্যতা পেয়ে মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে চাটখিল পৌরসভার ছয়ানী টবগা গ্রাম থেকে তাকে আটক করে। থানায় এনে পুলিশি জিজ্ঞাসাবাদে ফিরোজ পোস্ট দেওয়ার বিষয়টি স্বীকার করে। 

ওসি আরও বলেন, জিয়াউল করিম ফিরোজ স্থানীয় বিএনপির সক্রিয় কর্মী। তাকে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করা হবে।

আরও পড়ুন

×