শনিবার থেকে পঞ্চগড়-সান্তাহার রুটে চলবে দোলনচাঁপা এক্সপ্রেস

প্রতীকী ছবি
পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ: ১০ জুন ২০২২ | ০৯:৩৫ | আপডেট: ১০ জুন ২০২২ | ০৯:৩৫
দীর্ঘ প্রতিক্ষার পর আগামীকাল শনিবার থেকে পঞ্চগড়-সান্তাহার রুটে চলবে আন্তঃনগর ট্রেন ‘দোলনচাঁপা এক্সপ্রেস’। রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশনে ট্রেনটি উদ্ধোধন করবেন। রেলপথ মন্ত্রীর একান্ত সচিব মীর আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
রেল বিভাগ সূত্র জানায়, সান্তাহার থেকে দিনাজপুর রুটে চলাচলকারী ‘দোলনচাঁপা এক্সপ্রেসটি এখন থেকে পঞ্চগড়-সান্তাহার রুটে নিয়োমিত চলাচল করবে। সহজে এই রেলপথ দিয়ে পঞ্চগড়ের মানুষ রংপুর যেতে পারবে। প্রতিদিন সকাল সাড়ে ৬টায় দোলনচাঁপা এপপ্রেস পঞ্চগড়ের বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশন ছেড়ে যাবে।’
জেলা নাগরিক কমিটির সাধারণ সম্পাদক এরশাদ হোসেন সরকার বলেন, চিকিৎসাসহ প্রয়োজনীয় কাজে আমাদের রংপুর যেতে একমাত্র ভরসা বিআরটিসির বাস। এতে অনেক দুর্ভোগ পোহাতে হয়। রেল যোগাযোগ চালু হওয়ায় ভোগান্তি অনেকটাই কমে যাবে। পাশাপাশি রংপুর বিভাগের অন্য জেলার সঙ্গেও যোগাযোগ বাড়বে।