ঢাকা মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪

ভোলার ঘটনার প্রতিবাদে চট্টগ্রামে বিএনপির বিক্ষোভ মিছিল

ভোলার ঘটনার প্রতিবাদে চট্টগ্রামে বিএনপির বিক্ষোভ মিছিল

চট্টগ্রামে বিএনপির বিক্ষোভ মিছিল

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ০২ আগস্ট ২০২২ | ১০:৫৬ | আপডেট: ০২ আগস্ট ২০২২ | ১০:৫৬

ভোলায় পুলিশের গুলিতে স্বেচ্ছাসেবক দলের কর্মী আবদুর রহিম নিহতের প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ সমাবেশ করেছে মহানগর বিএনপি। মঙ্গলবার বিকেলে নগরীর নাসিমন ভবনে দলীয় কার্যালয় চত্বরে এ সমাবেশ করে বিএনপি।

সমাবেশে বিএনপি নেতারা বলেন, দুঃশাসনের মাধ্যমেই বর্তমান সরকার ক্ষমতায় টিকে থাকার জন্য মরিয়া হয়ে উঠেছে। এ জন্যই তারা বিরোধী দলকে দমন-পীড়নের মাধ্যমে নিশ্চিহ্ন করার নীলনকশা বাস্তবায়ন করছে। তাই হত্যা, নির্বিচার গ্রেপ্তার, মিথ্যা মামলা সাজানোর জন্য পরিকল্পিত ঘটনা তৈরি করাই এখন সরকারের একমাত্র কর্মসূচি। এরই ধারাবাহিকতায় ভোলায় আবদুর রহিমকে হত্যা করা হয়েছে।

মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বকরের সভাপতিত্বে সমাবেশে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় বিএনপির শ্রমবিষয়ক সম্পাদক এএম নাজিম উদ্দিন। এ ছাড়াও মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এমএ আজিজ, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মিয়া ভোলা, নাজিমুর রহমান, শফিকুর রহমান স্বপন, কাজী বেলাল উদ্দিন, মো. শাহ আলম, ইসকান্দর মির্জা, আবদুল মান্নান, মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন, সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহেদ, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এইচ এম রাশেদ খান, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বুলুসহ নেতারা বক্তব্য দেন।

whatsapp follow image

আরও পড়ুন

×