রংপুরে চালককে নদীতে ফেলে দিয়ে অটোরিকশা ছিনতাই

অটোচালক আসাদুল ইসলাম
রংপুর অফিস
প্রকাশ: ১০ আগস্ট ২০২২ | ১০:৩১ | আপডেট: ১০ আগস্ট ২০২২ | ১০:৪০
রংপুরে সেতুর ওপর থেকে ব্যাটারিচালিত অটোরিকশা চালককে তিস্তা নদীতে ফেলে অটোরিকশা ছিনতাই করে পালিয়েছে কিশোর গ্যাং। মঙ্গলবার মধ্যরাতে কাউনিয়ায় তিস্তা সড়ক সেতুতে এ ঘটনা ঘটে। পরে স্থানীয়দের সহযোগিতায় টহল পুলিশ ওই অটোরিকশা চালককে নদী থেকে উদ্ধার করে। তবে ছিনতাই হওয়া অটোরিকশাটি এখনও উদ্ধার করা সম্ভব হয়নি।
অটোচালক আসাদুল ইসলাম বলেন, রংপুরের মাহিগঞ্জ সাতমাথা মোড় থেকে রাজারহাটের তিস্তা যাওয়ার কথা বলে অটোরিকশায় চড়ে বসেন ১৮ থেকে ২২ বছর বয়সী আট কিশোর। চারশ' টাকা ভাড়া ঠিক করে ওই কিশোররা। তারা তিস্তা সেতুর মাঝামাঝি পৌঁছলে চালককে অটোরিকশা থামাতে বলে। তাদের কথামতো গাড়ি থামাতেই সবাই মিলে চালককে ধরে সেতুর রেলিংয়ের ওপর দিয়ে মাঝ নদীতে ফেলে দেয়।
এদিকে দূর থেকে এ ঘটনা দেখতে পেয়ে কয়েকজন ছুটে আসার আগেই কিশোর গ্যাংয়ের সদস্যরা অটোরিকশা নিয়ে পালিয়ে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, চালককে ব্রিজ থেকে ফেলে দেওয়ার পরপরই কিশোররা অটোরিকশাটি ঘুড়িয়ে রংপুরের দিকে চলে যায়।
ঘটনাটি জানার সঙ্গে সঙ্গে টোলপ্লাজায় অবস্থানরত লালমনিরহাট সদর থানার টহল পুলিশ সদস্যরা দ্রুত একটি নৌকায় করে সেতুর নিচে গিয়ে নদীতে নামেন। নৌকার মাঝি আজিজুল ও পুলিশ সদস্য শ্যামল প্রবল স্রোতের মধ্যেই নদী থেকে অটোরিকশা চালককে উদ্ধার করেন।
লালমনিরহাট সদর থানার উপপরিদর্শক (এসআই) রওশানুল খাবির বলেন, খবর পেয়ে পুলিশ সদস্যদের নিয়ে অটোচালক আসাদুলকে নদী থেকে উদ্ধার করি। তিনি সাঁতার না জানলেও ব্রিজের পিলার জাপটে ধরে ছিলেন। তার অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
- বিষয় :
- অটোরিকশা চালক
- অটোরিকশা ছিনতাই