পাওনা আদায়ে অটোচালককে পিটিয়ে হত্যার অভিযোগ

বরিশাল ব্যুরো
প্রকাশ: ২৯ আগস্ট ২০২২ | ০৯:৩৬ | আপডেট: ২৯ আগস্ট ২০২২ | ০৯:৩৬
বরিশালে পাওনা টাকা আদায় করতে সিএনজিচালিত অটোরিকশা চালককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। নিহতের নাম শাহ আলম। তিনি নগরীর রসুলপুর এলাকার মোসলেম হাওলাদারের ছেলে। দেড় হাজার টাকার জন্য তাঁকে 'সুজন বাণিজ্য ভান্ডার' নামে এক ফল আড়তের মালিক মারধর করেন বলে অভিযোগ স্বজনদের। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে সোমবার কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) লোকমান হোসেন জানিয়েছেন।
থানার পরিদর্শক লোকমান বলেন, শাহ আলমের মৃত্যুর ঘটনায় লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
- বিষয় :
- বরিশাল
- পাওনা টাকা
- পিটিয়ে হত্যা
- অটোরিকশা চালক