ঢাকা বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫

পাওনা আদায়ে অটোচালককে পিটিয়ে হত্যার অভিযোগ

পাওনা আদায়ে অটোচালককে পিটিয়ে হত্যার অভিযোগ

বরিশাল ব্যুরো

প্রকাশ: ২৯ আগস্ট ২০২২ | ০৯:৩৬ | আপডেট: ২৯ আগস্ট ২০২২ | ০৯:৩৬

বরিশালে পাওনা টাকা আদায় করতে সিএনজিচালিত অটোরিকশা চালককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। নিহতের নাম শাহ আলম। তিনি নগরীর রসুলপুর এলাকার মোসলেম হাওলাদারের ছেলে। দেড় হাজার টাকার জন্য তাঁকে 'সুজন বাণিজ্য ভান্ডার' নামে এক ফল আড়তের মালিক মারধর করেন বলে অভিযোগ স্বজনদের। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে সোমবার কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) লোকমান হোসেন জানিয়েছেন।

নিহতের স্বজন শুভ অভিযোগ করেন, সিএনজি চালানোর আগে সুজন বাণিজ্য ভান্ডারে কাজ করতেন শাহ আলম। তাঁর কাছে দেড় হাজার টাকা পেতেন আড়তের মালিক সুজন খান। ওই টাকার জন্য রোববার রাত ১১টার দিকে শাহ আলমকে অটোরিকশাসহ আটক করেন সুজন। এ সময় পোর্ট রোডে ফলের আড়তে নিয়ে তাঁকে বেধড়ক মারধর করেন এবং টাকা না পাওয়ায় অটো রেখে তাঁকে একটি রিকশায় করে বাসায় পাঠিয়ে দেন। বাসায় ফেরার পথে শাহ আলম অচেতন হওয়ার খবর পেয়ে তাঁকে উদ্ধার করে শেবাচিম হাসপাতালে নেওয়া হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে সুজনের সঙ্গে যোগাযোগ করতে গেলে জানা যায়, তিনি গা-ঢাকা দিয়েছেন।

থানার পরিদর্শক লোকমান বলেন, শাহ আলমের মৃত্যুর ঘটনায় লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন

×