বকশীগঞ্জে আ'লীগ নেতার বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ
বকশীগঞ্জে আওয়ামী লীগ নেতা সাইফুল ইসলাম খোকার বিরুদ্ধে বৃহস্পতিবার বিক্ষোভ সমাবেশ - সমকাল
বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
প্রকাশ: ২৭ অক্টোবর ২০২২ | ১২:০০ | আপডেট: ২৮ অক্টোবর ২০২২ | ০০:২৭
বকশীগঞ্জ উপজেলার নিলাক্ষিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম খোকাকে স্থায়ী বহিস্কার ও শাস্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছেন স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা। গতকাল বৃহস্পতিবার নিলাক্ষিয়া মোড় থেকে এক বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি বাজার প্রদক্ষিণ করে নিলাক্ষিয়া পাবলিক কলেজ মাঠে গিয়ে শেষ হয়। সেখানে খোকার বিরুদ্ধে সমাবেশ করেন নেতাকর্মীরা।
সমাবেশে বক্তব্য দেন নিলাক্ষিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন, আওয়ামী লীগ নেতা হুমায়ুন কবীর, যুবলীগ নেতা লাভলু সরকার, স্বেচ্ছাসেবক লীগ সভাপতি শাহীন মিয়া প্রমুখ।
সমাবেশে মোফাজ্জল হোসেন বলেন, নিলাক্ষিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাময়িক বহিস্কৃত সভাপতি সাইফুল ইসলাম খোকা প্রতিটি ওয়ার্ড কাউন্সিলে টাকার বিনিময়ে কমিটি দিয়েছেন। তাঁর বিরুদ্ধে অভিযোগের পাহাড়। তাঁর কারণে দলের সুনাম ক্ষুণ্ণ হয়েছে। তাই তাঁকে গত বুধবার রাতে সাময়িক বহিস্কার করেছে উপজেলা আওয়ামী লীগ। সাময়িক বহিস্কার নয়, তাঁকে স্থায়ী বহিস্কার করতে হবে। তাঁর দাবি, স্থায়ী বহিস্কারের মাধ্যমে দলকে কলঙ্কমুক্ত করতে হবে। খোকা বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতির বিরুদ্ধে মিথ্যাচার করেছেন। আপত্তিকর স্লোগান দিয়ে সভাপতির সম্মানহানি করেছেন। তাই খোকার স্থায়ী বহিস্কারের দাবিতে ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা একাট্টা হয়েছেন।
জানা গেছে, বুধবার রাতে সাইফুল ইসলাম খোকাকে দলীয় পদ থেকে সাময়িক বহিস্কার করেছে বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ। এর আগে সন্ধ্যায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি নূর মোহাম্মদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ করেন খোকা। বিক্ষোভে তাঁর সমর্থকরা উপজেলা আওয়ামী লীগের সভাপতির বিরুদ্ধে আপত্তিকর স্লোগান দেন বলে অভিযোগ রয়েছে। সংবাদ সম্মেলনে খোকা দাবি করেন, বুধবার বিকেলে উপজেলা আওয়ামী লীগের সভাপতি নূর মোহাম্মদ দলীয় কার্যালয়ে তাঁকে মারধর করেছেন। তবে এমন কোনো ঘটনা ঘটেনি বলে দাবি করেছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বিজয়।
- বিষয় :
- বকশীগঞ্জ
- আওয়ামী লীগ
- শাস্তির দাবি