ঢাকা মঙ্গলবার, ১৪ জানুয়ারি ২০২৫

বকশীগঞ্জ

বকশীগঞ্জ

ঈদে মাংস কিনতে না পারার লজ্জায় দিনমজুরের আত্মহত্যা

স্ত্রী ও চার বছরের ফুটফুটে কন্যা নিয়ে দিনমজুর হাসান আলীর সংসার। রাজমিস্ত্রির জোগালি হিসেবে কাজ করে যতসামান্য আয় হত তা দিয়ে পরিবারের ভরণপোষণ করতেন তিনি। কাজ না থাকলে ধারদেনা করতে হত। তা-ও না পেলে খেয়ে না খেয়ে দিনকাটত। হাসানের কাছে ঈদ মানে খুশির চেয়ে চিন্তা আর উৎকণ্ঠা বেশি। এবার তিনি স্ত্রী-সন্তানদের জন্য তেমন কিছুই কিনতে পারেননি। চেয়েছিলেন অন্তত পবিত্র ঈদুল ফিতরের দিন গরুর মাংস কিনে ভালো খাবারের ব্যবস্থা করবেন। তাতেও ব্যর্থ হয়ে ভীষণ লজ্জায় পড়ে যান। করেন আত্মহত্যা, ভাঙ্গা ভাঙ্গা শব্দে চিরকুটে লিখে যান না বলতে পারা সেই কষ্টের কাহিনী।

আপডেটঃ ১৩ এপ্রিল ২০২৪ | ১৯:২৮
ঈদে মাংস কিনতে না পারার লজ্জায় দিনমজুরের আত্মহত্যা

সর্বশেষ