ঢাকা বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫

অনৈতিক সম্পর্কের অভিযোগে স্ত্রীর চুল কাটলেন স্বামী

অনৈতিক সম্পর্কের অভিযোগে স্ত্রীর চুল কাটলেন স্বামী

নওগাঁ প্রতিনিধি

প্রকাশ: ৩০ নভেম্বর ২০২২ | ০৯:৪৫ | আপডেট: ৩০ নভেম্বর ২০২২ | ১০:০৪

অনৈতিক সম্পর্কের অভিযোগে স্ত্রীকে দফায় দফায় মারধর ও চুল কেটে দেওয়ার ঘটনায় স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার নওগাঁর মান্দা উপজেলার কালিকাপুর ইউনিয়নের ছোটমুল্লুক গ্রামে এ ঘটনা ঘটে।

১০ বছর আগে ওই গ্রামের মৃত বাবর আলী ভুট্টুর ছেলে আব্দুল কুদ্দুসের সঙ্গে পাশের নিয়ামতপুর উপজেলার রামগাঁ গ্রামের জহির উদ্দিনের মেয়ে নুরজাহান বেগমের বিয়ে হয়। তাঁদের ঘরে সাত ও আট বছরের দুটি শিশুসন্তান রয়েছে। স্ত্রী-সন্তানরা গ্রামে থাকলেও কুদ্দুস ঢাকায় রিকশা চালিয়ে সংসার চালান।

গত ২৫ নভেম্বর তিনি গ্রামে যান। ওই রাতেই অনৈতিক সম্পর্কের অভিযোগ তুলে স্ত্রী নুরজাহানকে মারধর করেন। গত মঙ্গলবার নুরজাহানকে মারপিট করে কাঁচি দিয়ে চুল কেটে দেন তিনি। এরপর বুধবার সকালে আবারও মারধর করলে স্থানীয়রা তাঁকে ধরে ইউনিয়ন পরিষদে নিয়ে যান এবং পরে পুলিশে সোপর্দ করা হয়।

আব্দুল কুদ্দুস বলেন, অনৈতিক সম্পর্কের জন্য তাঁকে শাস্তি দেওয়া হয়েছে।

কালিকাপুর ইউনিয়ন পরিষদের সদস্য বিষ্ণুপদ সাহা বলেন, গ্রামপুলিশের সহায়তায় কুদ্দুসকে আটক করে ভুক্তভোগীসহ ইউনিয়ন পরিষদে নেওয়া হয়। দুপুরের দিকে তাঁকে পুলিশে সোপর্দ করা হয়।

মান্দা থানার ওসি নূর-এ আলম সিদ্দিকী বলেন, নুরজাহান তাঁর স্বামী কুদ্দুসের বিরুদ্ধে মামলা করায় বিকেলেই তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আরও পড়ুন

×