ঢাকা বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫

রেললাইনে পলিথিনে মোড়ানো নবজাতকের মরদেহ

রেললাইনে পলিথিনে মোড়ানো নবজাতকের মরদেহ

প্রতীকী ছবি

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২০ জানুয়ারি ২০২৩ | ১৩:২৫ | আপডেট: ২০ জানুয়ারি ২০২৩ | ১৩:২৫

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে উপজেলার আলিনগর ইউনিয়নের মকরমপুর টেন্ডারপাড়া গ্রামের রেললাইন থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

মুসল্লিরা ফজরের নামাজ আদায় শেষে রেললাইন দিয়ে বাড়ি ফিরছিলেন। এ সময় পলিথিনে মোড়ানো অবস্থায় নবজাতকের মরদেহ দেখতে পান তারা। পরে থানায় জানালে পুলিশ মরদেহটি উদ্ধার করে।

গোমস্তাপুর থানার ওসি মাহবুবুর রহমান এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

আরও পড়ুন

×