রাজশাহীতে প্রধানমন্ত্রীর জনসভায় মানুষের ঢল নামবে: মেয়র লিটন

রাজশাহী ব্যুরো
প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২৩ | ১৩:৩৭ | আপডেট: ২৪ জানুয়ারি ২০২৩ | ১৩:৩৭
প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজশাহী আগমন উপলক্ষে আজ মঙ্গলবার ছাত্রলীগ আয়োজিত রাজশাহী বিভাগীয় প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৫ বছর পর রাজশাহীতে আসছেন। এর আগেও তিনি রাজশাহীতে এসেছেন। তবে এবারের সাড়াটা ভিন্নরকম।
মেয়র লিটন বলেন, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা ইতোমধ্যেই দেশকে ডিজিটাল বাংলাদেশ করে ফেলেছেন। তরুণ প্রজন্ম সেটি গ্রহণ করেছে। নারীর ক্ষমতায়ন করেছেন। অবকাঠামো উন্নয়নসহ দেশের সবক্ষেত্রে ব্যাপক অগ্রগতি হয়েছে। এবার স্মার্ট বাংলাদেশ গড়ার যে কথা তিনি বলছেন, সেটি এবারের নির্বাচনের মূল স্লোগান। সেই স্মার্ট বাংলাদেশের কথা শুনতে ২৯ জানুয়ারির জনসভার জন্য রাজশাহীর মানুষ মুখিয়ে আছে। জনসভা পরিণত হবে জনসমুদ্রে।
রাজশাহী মহানগরীর শহীদ এএইচএম কামারুজ্জামান মিলনায়তনে প্রতিনিধি সভায় সভাপতিত্ব করেন ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের সভাপতি সাদ্দাম হোসেন। প্রধান আলোচক ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার।সভাটি সঞ্চালনা করেন ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান। এতে অংশ নেন রাজশাহী মহানগর ছাত্রলীগ সভাপতি নূর মোহাম্মদ সিয়াম, সাধারণ সম্পাদক সিরাজুম মুবিন সবুজসহ বিভাগের সব জেলা ছাত্রলীগের নেতারা।
প্রসঙ্গত, আগামী ২৯ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজশাহী আসবেন। রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠের জনসভায় বক্তব্য রাখবেন তিনি।