খুলনায় নদী দখল করে গড়ে ওঠা ১৪ ইটভাটা উচ্ছেদ

বুলডোজার দিয়ে ইটভাটার চিমনি ভেঙে দেওয়া হয় - সমকাল
খুলনা ব্যুরো
প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২৩ | ১১:১১ | আপডেট: ০২ ফেব্রুয়ারি ২০২৩ | ১১:১১
হাইকোর্টের নির্দেশে খুলনার ডুমুরিয়া উপজেলার খর্ণিয়া এলাকায় হরি ও ভদ্রা নদী দখল করে গড়ে ওঠা ১৪টি ইটভাটা উচ্ছেদ করেছে জেলা প্রশাসন। এর ফলে এই দুই নদী দিয়ে ডুমুরিয়াসহ পাঁচটি উপজেলার পানি নিষ্কাশনে যে প্রতিবন্ধকতা ছিল তা দূর হচ্ছে।
খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক মো. আতিকুল ইসলাম জানান, উচ্চ আদালতের নির্দেশে আজ বৃহস্পতিবার সকাল সোয়া ১০টা থেকে তারা নদী দখল করে অবৈধভাবে গড়ে ওঠা ইটভাটা উচ্ছেদ কার্যক্রম শুরু করেন। ছয়টি বুলডোজার দিয়ে ইটভাটাগুলোর চিমনি ভেঙে দেওয়ার পাশাপাশি কাঁচা ও পোড়ানো ইট এবং মাটির স্তূপ অপসারণ করা হচ্ছে।
পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহীন সুলতানা জানান, তাদের অনুমোদন ছাড়াই এই ইটভাটাগুলো গড়ে উঠেছিল। কয়েক দফা নোটিশ দেওয়ার পরও তারা অবৈধভাবে কার্যক্রম চালিয়ে যাচ্ছিল। সে কারণে এই উচ্ছেদ অভিযান চালানো হলো।
উচ্ছেদ অভিযানে পানি উন্নয়ন বোর্ড, পরিবেশ অধিদপ্তর, পুলিশ, ফায়ার সার্ভিস ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।
- বিষয় :
- ইটভাটা উচ্ছেদ
- ইটভাটা
- অবৈধ ইটভাটা