ঢাকা বুধবার, ১২ ফেব্রুয়ারি ২০২৫

ভাঙ্গায় তিন কেজি গাঁজাসহ দুই বিক্রেতা গ্রেপ্তার

ভাঙ্গায় তিন কেজি গাঁজাসহ দুই বিক্রেতা গ্রেপ্তার

ফরিদপুর অফিস

প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২৩ | ০৮:০৪ | আপডেট: ০৪ ফেব্রুয়ারি ২০২৩ | ০৮:০৭

ফরিদপুরের ভাঙ্গায় দুই কেজি গাঁজাসহ দুই বিক্রেতাকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। শনিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মামুনুর রশীদ।

এর আগে শুক্রবার রাত সাড়ে ১২ টার দিকে উপজেলার ঈশ্বরদী তারাইল এলাকা থেকে ওই দুই মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- জেলার কোতয়ালী থানাধীন দয়ারামপুর এলাকার নুরুল প্রমাণিকের ছেলে মো. মিলন প্রমাণিক (৩৫) ও একই এলাকার মোবারক ফকিরের ছেলে কাওছার ফকির (৩৭)।

জেলা গোয়েন্দা পুলিশের ওসি মোহাম্মদ মামুনুর রশীদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রাতে ডিবি পুলিশের একটি টিম ভাঙ্গা উপজেলার ঈশ্বরদী তারাইল এলাকায় অভিযান চালায়। এসময় ওই এলাকার একটি মুদি দোকানের সামনে থেকে তিন কেজি গাঁজাসহ দুই মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করা হয়। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান ডিবি পুলিশের ওই কর্মকর্তা।


আরও পড়ুন

×