ঢাকা মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৫

পুরস্কৃত করা হলো নিজের বিয়ে ঠেকানো শিক্ষার্থীকে

পুরস্কৃত করা হলো নিজের বিয়ে ঠেকানো শিক্ষার্থীকে

প্রতীকী ছবি।

লালপুর (নাটোর) প্রতিনিধি

প্রকাশ: ১৭ জুলাই ২০২৩ | ১৪:৩৩ | আপডেট: ১৭ জুলাই ২০২৩ | ১৪:৩৩

লালপুরে ৯৯৯-এ ফোন করে নিজের বিয়ে বন্ধ করা সপ্তম শ্রেণির শিক্ষার্থী সঞ্চিতাকে পুরস্কৃত করা হয়েছে। সঞ্চিতা ওয়ালিয়া হাকিমুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের সপ্তম শ্রেণির শিক্ষার্থী। 

সোমবার দুপুরে মাধ্যমিক শিক্ষা অফিস ও পরিসংখ্যান অফিসের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে তার হাতে বই ও নগদ ১০ হাজার টাকা তুলে দেন সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল। এ সময় তার লেখাপড়ার খরচ প্রশাসন বহন করবে বলেও ঘোষণা দেওয়া হয়। 

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরাফাত আমান আজিজের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ওয়াজেদ আলী মৃধা, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আ. স. ম মাহামুদুল হক মুকুল, যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম জয়, ওয়ালিয়া ইউপির চেয়ারম্যান নূরে আলম সিদ্দিকী, গোপালপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ বাবুল আকতার, ওয়ালিয়া হাকিমুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ রাকিব হোসেন প্রমুখ। 

৫ জুলাই সঞ্চিতার বিয়ের আয়োজন করে তার পরিবার। বরযাত্রীও বিয়েবাড়িতে উপস্থিত হয়। ওই সময় ৯৯৯-এ কল করে সে বিয়ের সব আয়োজন বন্ধ করে দেয়। ৬ জুলাই দৈনিক সমকালে এ সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ হলে বিষয়টি প্রশাসন ও সংসদ সদস্যের নজরে আসে। 

আরও পড়ুন

×