সাগরে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার হলো কর্ণফুলী নদী থেকে

জেলে মোহাম্মদ টিটুর আগের ছবি
কর্ণফুলী (চট্টগ্রাম) সংবাদদাতা
প্রকাশ: ২৬ জুলাই ২০২৩ | ১২:৫১ | আপডেট: ২৬ জুলাই ২০২৩ | ১৭:৩৯
চট্টগ্রামের আনোয়ারায় সাগরে মাছ শিকার করে উপকূলে ফেরার পথে নিখোঁজ মোহাম্মদ টিটু (৩৮) লাশ তিনদিন পর উদ্ধার করেছে নৌ পুলিশ। মঙ্গলবার রাত দশটার দিকে কর্ণফুলী নদীর অভয়মিত্র ঘাটে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করে নৌ পুলিশ।
মৃত টিটু আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নের খোর্দ্দগহিরা এলাকার মৃত কালু চকিদারের ছেলে।
নৌকার মালিক মোহাম্মদ আলীর দাবি, গত রোববার রাত ২টার দিকে মাছ শিকার করে ফেরার পথে আইনশৃঙ্খলা বাহিনীর তাড়া খেয়ে নৌকার চার মাঝিমাল্লা সাগরে ঝাঁপ দেয়। পরে তিনজন অন্য নৌকার সাহায্যে উঠে আসলেও টিটু নিখোঁজ ছিলেন।
এদিকে টিটুর পরিবারে একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে শোকের মাতম চলছে। তার স্ত্রী রিনা আকতার জানান, সাগরে মাছ শিকার করতে যাবে বলে ঘর থেকে বের হয়েছিলো, এখন লাশ হয়ে ফিরছে। ছোট দুই শিশু নিয়ে আমি চোখে অন্ধকার দেখছি।
সদরঘাট নৌথানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. একরাম উল্লাহ বলেন, ‘মঙ্গলবার রাত দশটার দিকে কর্ণফুলী নদী অভয়মিত্র ঘাটে ভাসমান একটি লাশের খবর পেয়ে পুলিশ সেটি উদ্ধার করে। পরে টিটুর পরিবারের সদস্যরা লাশ শনাক্ত করলে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতারের মর্গে পাঠানো হয়।
এদিকে ময়নাতদন্ত শেষে বুধবার বিকালে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে বলে জানিয়েছে নিহতের স্বজনরা।