খুলনায় ১৫ দিনব্যাপী বৃক্ষমেলা শুরু হচ্ছে বৃহস্পতিবার

প্রতীকী ছবি
খুলনা ব্যুরো
প্রকাশ: ২৬ জুলাই ২০২৩ | ১৪:১৯ | আপডেট: ২৬ জুলাই ২০২৩ | ১৪:১৯
খুলনা সার্কিট হাউজ মাঠে ১৫ দিনব্যাপী বৃক্ষমেলা শুরু হচ্ছে আগামীকাল বৃহস্পতিবার। এবারের মেলায় কমপক্ষে অর্ধশত স্টল থাকবে। এসব নার্সারিতে পাওয়া যাবে ফলদ, বনজ, ঔষধী ও শোভাবর্ধনকারী দেশি-বিদেশি নানা প্রজাতির গাছের চারা, বীজ, টব, জৈব সার প্রভৃতি।
খুলনার জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন জানান, খুলনা জেলা প্রশাসন ও সুন্দরবন পশ্চিম বন বিভাগ এই মেলার আয়োজন করেছে। বৃহস্পতিবার বিকেল ৪টায় মেলার উদ্বোধন করা হবে। মেলা প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত থাকবে। ছাদ কৃষিকে উৎসাহিত করার জন্য মেলায় ছাদ কৃষির স্টল থাকবে। মেলার শেষ দিনে শ্রেষ্ঠ তিনটি স্টল মনোনীত করে তাদেরকে পুরষ্কৃত করা হবে।
মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক। অতিথি থাকবেন খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন জুয়েল। বিশেষ অতিথি থাকবেন বিভাগীয় কমিশনার মো. হেলাল মাহমুদ শরীফ, রেঞ্জ ডিআইজি মঈনুল হক, পুলিশ কমিশনার মো. মাসুদুর রহমান ভূঞা, জেলা পরিষদের চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ, বন সংরক্ষক মিহির কুমার দো, পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান ও খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন খুলনার জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন।
- বিষয় :
- খুলনা
- খুলনা সার্কিট হাউজ
- বৃক্ষমেলা