ঢাকা বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫

বালিয়াকান্দি

কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে মামলা, গ্রেপ্তার ২

কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে মামলা, গ্রেপ্তার ২

বালিয়াকান্দি (রাজবাড়ী) প্রতিনিধি

প্রকাশ: ২৮ জুলাই ২০২৩ | ০৮:০৪ | আপডেট: ২৮ জুলাই ২০২৩ | ০৮:০৪

রাজবাড়ীর বালিয়াকান্দিতে ১৪ বছর বয়সি এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় থানায় মামলা হয়েছে। বৃস্পতিবার রাতে কিশোরীর এক স্বজন বালিয়াকান্দি থানায় ৫ জনের নামে মামলাটি করেছেন।

মামলার আসামিরা হলো- জঙ্গল ইউনিয়নের অলংকাপুর গ্রামের তামীম মুন্সী, খায়রুল মৃধা, বিল্লাল মোল্লা ও তার ভাই পল্লব মোল্লা, ইসরাফিল মোল্লা। মামলার পর রাতেই পুলিশ অভিযান চালিয়ে ইসরাফিল মোল্লা ও খায়রুল মৃধাকে গ্রেপ্তার করেছে। মঙ্গলবার ও বুধবার রাতে আসামিরা ওই কিশোরীকে ধর্ষণ করে।

বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মো. আসাদুজ্জামান জানান, এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

 

 

আরও পড়ুন

×