নৌকাবাইচ দেখতে ইছামতীর পাড়ে মানুষের ঢল

ছবি: সমকাল
বগুড়া ব্যুরো
প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৩ | ১৫:৫০ | আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২৩ | ১৫:৫০
বগুড়ার গাবতলীতে ইছামতী নদীতে নৌকাবাইচ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে উপজেলার বালিয়াদীঘি ইউনিয়নের তরণীহাট-সংলগ্ন এ নৌকাবাইচ দেখতে মানুষের ঢল নামে। পঞ্চমবারের মতো এ প্রতিযোগিতার আয়োজন করে কমিউনিটি পুলিশিং কমিটির বালিয়াদীঘি ইউনিয়ন শাখা। প্রতিযোগিতায় উড়ালপঙ্খি চ্যাম্পিয়ন ও আল্লাহ ভরসা দল রানার্সআপ হয়। নদীর দুই পাড় থেকে হাজার হাজার দর্শক নৌকাবাইচ উপভোগ করে।
প্রতিযোগিতার প্রথম রাউন্ডে ১১টি দল অংশগ্রহণ করে। জেলার বিভিন্ন উপজেলা থেকে আসা দলগুলো হলো– উড়ালপঙ্খি, দুরন্ত এক্সপ্রেস, আলিশান, আল্লাহ ভরসা, রাখে আল্লাহ মারে কে, ইনশাআল্লাহ, সততা, বিজয় নিশান, একাত্তরের বিজয়, নয়নমনি ও কিংরাজ। পরে সেখান থেকে আটটি দল কোয়ার্টার ফাইনালে প্রতিযোগিতা করে।
সেমিফাইনালে উড়ালপঙ্খি বনাম সততা এবং আল্লাহ ভরসা বনাম ইনশাআল্লাহর মধ্যে লড়াই হয়। ফাইনালে ইনশাআল্লাহকে হারিয়ে উড়ালপঙ্খি চ্যাম্পিয়ন হয়। প্রতিযোগিতায় আল্লাহ ভরসা তৃতীয় ও সততা চতুর্থ স্থান অধিকার করে।
প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন বগুড়া পুলিশ সুপার সুদীপ কুমার। নৌকাবাইচ উদযাপন কমিটির সভাপতি শাহ নেওয়াজ খান জাকিরের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন বগুড়া জেলা কমিউনিটি পুলিশিংয়ের সমন্বয় কমিটির সভাপতি ও দৈনিক করতোয়া সম্পাদক মোজাম্মেল হক, কমিউনিটি পুলিশিং জেলা কমিটির সাধারণ সম্পাদক শাহাদৎ আলম, গাবতলী থানার ওসি সনাতন চন্দ্র সরকার, বালিয়াদীঘি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউনুস আলী ফকির, নৌকাবাইচ উদযাপন কমিটির সাধারণ সম্পাদক আব্দুর রশিদ ফকির।
পুলিশ সুপার সুদীপ কুমার বলেন, গ্রামবাংলার ঐতিহ্য এই নৌকাবাইচ। বাংলার অনেক ঐতিহ্য হারিয়ে যেতে বসেছে। আমরা সবাই মিলে সেসব ঐতিহ্য ফিরিয়ে আনব। আজকের নৌকাবাইচ দেখতে নারী-পুরুষের ঢল নেমেছে। মনে হচ্ছে বিশেষ খুশির দিন আজ। আমরা বাঙালি, আমাদের সংস্কৃতি লালন করি, এটি তার অন্যতম প্রমাণ।
পুরস্কার হিসেবে চ্যাম্পিয়ন দলকে একটি বড় ষাঁড়, রানার্সআপ দলকে একটি ষাঁড় এবং তৃতীয় ও চতুর্থ দলকে একটি করে ছাগল উপহার দেওয়া হয়।
- বিষয় :
- নৌকাবাইচ
- ইছামতী
- ইছামতী নদী
- মানুষের ঢল