ঢাকা বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫

যানজট সৃষ্টির প্রতিবাদ করায় অটোচালককে পিটিয়ে হত্যা

যানজট সৃষ্টির প্রতিবাদ করায় অটোচালককে পিটিয়ে হত্যা

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৩ | ১৩:২১ | আপডেট: ০৪ অক্টোবর ২০২৩ | ১৩:২১

নোয়াখালীর চাটখিলে সড়কে যানজট সৃষ্টির প্রতিবাদ করায় সাখাওয়াত উল্ল্যাহ (৫৫) নামের এক সিএনজিচালিত অটোরিকশা চালককে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে চাটখিল-সোনাইমুড়ী সড়কের পাঁচগাঁও ইউনিয়নের মোস্তান নগর এলাকায় এ ঘটনা ঘটে।

সাখাওয়াত উপজেলার পাঁচগাঁও ইউনিয়নের চার নম্বর ওয়ার্ডের পাইকবাড়ির মৃত হাবিবুর রহমানের ছেলে।

হত্যাকাণ্ডে জড়িত দু’জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন চাটখিলের হালিমা দিঘীর পাড় এলাকার ল্যাংটা বাড়ির রাজু ও একই এলাকার আকবরের ছেলে জাহাঙ্গীর। তারা দু’জনও অটোরিকশা চালান।  

এ ঘটনায় নিহত সাখাওয়াতের ছেলে রবিন বাদী হয়ে মামলা করেছেন বলে জানান চাটখিল থানার ওসি গিয়াস উদ্দিন। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ৯টার দিকে সাখাওয়াত চাটখিল বাজার থেকে নিজের অটোরিকশা চালিয়ে বাড়ি ফিরছিলেন। পথে চাটখিল-সোনাইমুড়ী সড়কের মোস্তান নগর এলাকার মহুরি মার্কেটের সামনে কয়েকটি অটোরিকশা রাস্তায় এলোমেলো রাখা দেখতে পান। এ কারণে রাস্তায় যানজট সৃষ্টি হচ্ছিল। তাৎক্ষণিক তিনি নিজের অটোরিকশা থামিয়ে সড়কে এলোমেলোভাবে গাড়ি রাখার প্রতিবাদ করেন।

এ নিয়ে অটোরিকশা চালক রাজুর সঙ্গে তার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে রাজু, জাহাঙ্গীর ও মুন্না সাখাওয়াতের ওপর হামলা চালায়। এ সময় এলোপাতাড়ি কিল, ঘুষি ও বেধড়ক মারধরে সাখাওয়াত সড়কে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করে।

ওসি গিয়াস উদ্দিন বলেন, আজ দুপুরে রাজু ও জাহাঙ্গীরকে নোয়াখালী আদালতে তোলা হলে বিচারক শুনানি শেষে তাদের কারাগারে পাঠান। 

আরও পড়ুন

×