- সারাদেশ
- বাস কাউন্টারে তরুণীকে যৌন হয়রানি, শ্রমিকের কারাদণ্ড
বাস কাউন্টারে তরুণীকে যৌন হয়রানি, শ্রমিকের কারাদণ্ড
ফরিদপুরে পরিবহন বাসের কার্যালয়ের টয়লেটে এক তরুণীকে যৌন হয়রানি করার দায়ে বাপ্পী নামে এক শ্রমিককে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
রোববার সকালে ফরিদপুর শহরের গোয়ালচামট মহল্লার নতুন বাসস্ট্যান্ডে গোল্ডেন লাইন পরিবহনের কার্যালয়ে এ আদালতের নেতৃত্ব দেন ডেপুটি কালেক্টর নেজারত (এনডিসি) আফরোজ শাহীন খসরু।
দণ্ডপ্রাপ্ত বাপ্পী বগুড়া জেলার শেরপুর উপজেলার হোসেন আলীর ছেলে। বাপ্পী ফরিদপুর শহরতলির কোমরপুর এলাকায় একটি পাথর মিচিংয়ে প্লান্টে অপারেটর হিসেবে কাজ করত।
আদালত সূত্রে জানা গেছে, ওই তরুণীর গোল্ডেন লাইন পরিবহনের ৯টা ১৫ মিনিটের বাসে করে ঢাকা যাওয়ার কথা ছিল। সময়ের আগে বাসস্ট্যান্ডে হাজির হওয়ায় তিনি গোল্ডেন লাইন পরিবহনের কাউন্টার সংলগ্ন যাত্রীদের অপেক্ষমাণ কক্ষে অবস্থান করছিলেন। সকাল ৯টা ১০ মিনিটের দিকে তিনি অপেক্ষমাণ ওই কক্ষের দোতলায় টয়লেটে যান। ওই শ্রমিক আগে থেকেই টয়লেটে অবস্থান করছিল। তরুণীটি টয়লেটে ঢুকলে শ্রমিক তাকে জাপটে ধরে। তখন ওই তরুণী চিৎকার দিলে লোকজন এগিয়ে এসে ওই শ্রমিককে আটক করে পিটুনি দিয়ে ফরিদপুর কোতোয়ালি থানার পুলিশের কাছে সোপর্দ করেন।
ফরিদপুর কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) শামীম আক্তার জানান, পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ওই শ্রমিককে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে জেলা কারাগারে পাঠিয়ে দেওয়া হয়।
মন্তব্য করুন