ঢাকা বুধবার, ০৬ ডিসেম্বর ২০২৩

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার সেই যুবক

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার সেই যুবক

মুনিরুল ইসলাম। ফাইল ছবি

কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি

প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৩ | ১৬:২০ | আপডেট: ০৮ অক্টোবর ২০২৩ | ১৬:২০

নেত্রকোনার কলমাকান্দায় গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয় দিয়ে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া যুবক মুনিরুল ইসলামকে (২৫) গ্রেপ্তার দেখানো হয়েছে। ২০২২ সালে পল্টন থানায় করা সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করেছে ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। পরে তাঁর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সিটিটিসির এক দায়িত্বশীল কর্মকর্তা বিষয়টি জানিয়েছেন।

মুনিরুল ইসলাম কলমাকান্দা উপজেলার নাজিরপুর ইউনিয়নের পাঁচকাটা গ্রামের জাকির হোসেনের ছেলে। গত বৃহস্পতিবার ভোরে ডিবি পরিচয় দিয়ে তাঁকে তুলে নিয়ে যাওয়া হয়। এরপর থেকে তাঁর খোঁজ মিলছিল না। রোববার মুনিরুলকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া ও ডিএসবি) লুৎফুর রহমান ও কলমাকান্দা থানার ওসি আবুল কালাম।

মুনিরুলের বাবা জাকির হোসেন বলেন, রোববার কলমাকান্দা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করতে গেলে ওসি বলেন, জিডি করতে হবে না। আপনার ছেলে গত বছর রাজধানীর পল্টন থানায় করা সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলার আসামি। ঢাকা মহানগর পুলিশের সিটিটিসি ইউনিট তাঁকে এই মামলায় গ্রেপ্তার দেখিয়েছে।

স্থানীয়রা জানান, মুনিরুল ফেনীর একটি মাদ্রাসায় পড়াশোনার পর রাজধানীর যাত্রাবাড়ী এলাকার মাদ্রাসা থেকে মুফতি পাস করেন। টঙ্গী এলাকার এক মাদ্রাসায় বেশ কিছুদিন শিক্ষকতা করেন তিনি। রাজধানীতে একটি অনলাইন পোর্টালে বছরখানেক চাকরিও করেছেন। চাকরি ছেড়ে গত এক বছর গ্রামের বাড়িতেই ছিলেন। 

কলমাকান্দা থানার ওসি আবুল কালাম বলেন, মুনিরুলের গ্রেপ্তার বিষয়টি আমাদের জানা ছিল না। পরে খোঁজ নিয়ে জানতে পেরেছি।

আরও পড়ুন