- সারাদেশ
- বগুড়ায় পিকআপভ্যানের চাপায় নিহত ২
বগুড়ায় পিকআপভ্যানের চাপায় নিহত ২

বগুড়ায় পণ্যবাহী পিকআপভ্যানের নিচে চাপা পড়ে দুইজন নিহত হয়েছেন। শনিবার সকাল সাড়ে ৬টার দিকে শহরের খামারকান্দি এলাকায় দ্বিতীয় বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতেরা হলেন- খামারকান্দি পশ্চিমপাড়ার মৃত আফতাব সরকারের ছেলে দর্জি দেলোয়ার হোসেন (৫০) ও একই এলাকার মৃত আফসার সরকারের ছেলে কৃষক দুলাল সরকার (৪৫)।
বগুড়া সদর থানার ওসি (তদন্ত) রেজাউল করিম রেজা জানান, দেলোয়ার এবং দুলাল সকালে ঘুম থেকে উঠে বাড়ির পাশে মহাসড়কে দাঁড়িয়ে দাঁত ব্রাশ করছিলেন। এ সময় ঢাকা থেকে নীলফামারীগামী একটি পিকআপভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ওই দুজনের মৃত্যু হয়।
তিনি বলেন, পিকআপভ্যানটি জব্দ করে পুলিশ লাইন্সে এনে রাখা হয়েছে।
বগুড়া পৌরসভার ১৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ওসমান গণি জানান, দু’জনের লাশ ময়নাতদন্ত ছাড়াই দাফনের অনুমতি পাওয়া গেছে।
মন্তব্য করুন